Today’s Gold Rate: সোনা হল এমন একটি ধাতু যার চাহিদা দিন দিন বাড়ে বই কমেনা। প্রতিদিনই আমাদের দেশে সোনা বিক্রি হচ্ছে। তাই সোনার চাহিদা প্রতিদিনই থাকে। সেই কারণে সাধারণ মানুষের প্রতিদিন সোনার দামের উপর নজর থাকে। কোন দিন সোনার দাম কত রয়েছে সেই নিয়ে সকলেরই ধারণা থাকা দরকার। দেশ বিদেশে সোনার ব্যাপক চাহিদা রয়েছে।
তবে যেভাবে প্রতিদিন সোনার দাম বাড়ছে তাতে করে কদিন পরে সোনা (Gold Rate) কিনতে গেলে মধ্যবিত্তের পকেট খালি হয়ে যাবে। সোনার দাম প্রতিদিন এক থাকেনা কিন্তু বর্তমানে সোনার যে দাম রয়েছে তাতে সোনা কেনার ক্ষমতা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে।
যেকোনো শুভ অনুষ্ঠান বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকীতে আত্মীয়-স্বজনরা সোনা উপহার দিয়ে থাকে। কিন্তু আকাশছোঁয়ার সোনার দাম হওয়ায় এখন সোনা দেওয়া থেকে অনেকেই বিরত থাকেন। সোনার দাম একেক দিন একেক রকম থাকে। কখনো একলাফের সোনার দাম অনেকটাই বেড়ে যায়। আবার কখনো সোনার দাম অনেকটাই কমে যায়। বাজেটের পর থেকেই হু হু করে কমতে শুরু করেছিল সোনার দাম৷ তুলনায় এখনও অনেকটাই কম রয়েছে দাম। যার ফলে সোনা কেনার চাহিদাও বেড়ে গিয়েছে।
বুধবার সোনার দাম (Gold Rate):
মঙ্গলবার ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬,৯৭১ টাকা। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৯৭,১০০ টাকা। বুধবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৯২৭ টাকা। কেজি প্রতি ২৪ ক্যারাট সোনার দাম এদিন রয়েছে ৬,৯২,৭০০ টাকা। অর্থাৎ আরো ৪,৪০০ টাকা কমেছে দাম। মঙ্গলবার গ্রাম প্রতি ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৩৯০ টাকা। কেজি প্রতি সোনার দাম রয়েছে ৬,৩৯,০০০ টাকা।
বুধবার ১ গ্রাম সোনার দর চলছে ৬,৩৫০ টাকা। ১ কেজি ২২ ক্যারাট সোনার দাম এদিন রয়েছে ৬,৩৫,০০০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৫,২২৮ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৫,২২,৮০০ টাকা। বুধবার কেজি প্রতি ১৮ ক্যারাট সোনার দর চলছে ৫,১৯,৬০০ টাকা।
বুধবার রুপোর দাম
মঙ্গলবার ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৮২.৫০ টাকা। এদিন কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮২,৫০০ টাকা। বুধবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮২,০০০ টাকা।