লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

RG KAR Case: বৃষ্টি মাথায় নিয়ে, আরজি কর প্রতিবাদে পথে নামলো টলিউড!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RG KAR Case: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) বিভীষিকাময় রাতের ঘটনা নাড়িয়ে দিয়েছে বাংলা তথা গোটা দেশের মানুষকে। এরপর স্বাধীনতার একদিন আগে ১৪ই অগাস্ট তিলোত্তমার রাজপথে ‘রাত দখল’ এর ডাক দেওয়া হয়েছিল। তবে রাত নামতেই দেখা যায় প্রতিটা শহরেই ঝাঁকে ঝাঁকে মানুষ গর্জে উঠেছেন প্রতিবাদে। কলকাতার সঙ্গে মুম্বাই, দিল্লি থেকে ব্যাঙ্গালোরের রাস্তায় সমান ভাবে ধ্বনি উঠেছে ‘জাস্টিস ফর আর জি কর।’ সাধারণ মানুষের সাথে পা মিলিয়েছিলেন একাধিক তারকারা, অভিনেতা অভিনেত্রীরাও।

১৮ অগস্ট আরজি কর সংলগ্ন এলাকায় একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। সে সব কিছু নিষেধাজ্ঞা নস্যাত্‍ করে পথে নামল গোটা টলিউড। সারা শহর জুড়ে স্লোগান উঠেছে। সবার মুখে একটাই বুলি “উই ওয়ান্ট জাস্টিস। শিল্পীদের অনেকেই জানিয়েছিলেন যাই হোক না কেন তাঁরা পথে নামবেনই।

শহর জুড়ে প্রবল বৃষ্টি সঙ্গে রবিবার তবে এ রবিবারটা আর পাঁচটা ছুটির দিনের মতো নয়। বৃষ্টি মাথায় করে পথে নামলেন টলিপাড়ার তারকারা।মিছিলকে নেতৃত্ব দিতে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা , পরমব্রত চট্টোপাধ্যায়দের। এছাড়াই রাস্তায় হাঁটতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনি মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ একগুচ্ছ তারকা। যদিও এদিন তাঁরা আর সিলভার স্ক্রিনের তারকা নন। আর পাঁচটা সাধারণের মতো তাঁদেরও একটাই দাবি।

পাওলি দাম, কৌশিক সেন, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রাহুল মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, সহ অন্যান্য শিল্পী, কলা-কুশলীদের ৷ মিছিলে উপস্থতি অরিন্দম শীল বলেন, “আমরা সাধারণ মানুষ হিসেবে একটা বিচার চাইছি ৷” এদিকে পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা গেল টালিগঞ্জে ৷ তিনি অভিনেতা-অভিনেত্রীদের মিছিলে যাওয়ার বাসে তুলে দিতে আসেন ৷ এদিনই তাঁর মা প্রয়াত হয়েছেন ৷ এই শোকের মধ্যেও তিনি টেকনিশিয়ান স্টুডিয়োতে আসেন ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়, পুত্র উজান গঙ্গোপাধ্যায় ।

WhatsApp Group Join Now

টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়ো থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিলে সামিল হলেন টলিউডের অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা ৷ সবার দাবি একটাই, মহিলা চিকিৎসকের উপর বর্বরোচিত দোষীদের যথোপযুক্ত শাস্তি ৷

আরও পড়ুন: HS Exam: ফার্স্ট সেমিস্টারের আগে বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস! এক নজরে দেখে নিন সংসদের নোটিশ

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।