Tomader Rani: স্টার জলসার (Star Jalsa) তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকে দূর্জয় রানীর সম্পর্কে ধরেছে ফাটল। তৃতীয় ব্যক্তির জন্য ধীরে ধীরে রানীকে অবিশ্বাস করতে শুরু করেছে দূর্জয়। আর এইবার রানীকে থাপ্পড় মারলো দুর্জয়। কেন হঠাৎ করে নিজের স্ত্রীর উপরে এমন অবিশ্বাস করতে শুরু করেছে সে। ঘটনার সূত্রপাত হয়েছে রানীর জন্মদিনে। জন্মদিনের কেক নিয়ে দুর্জয়ের অপেক্ষায় ছিল রানী। কিন্তু নার্সিংহোম থেকে এসে দুর্জয় রুদ্রমূর্তি ধারণ করেন। কেন রানী তাকে মিথ্যা কথা বলেছে তা নিয়ে প্রশ্ন তোলেন দুর্জয়।
Tomader Rani: Durjay Slapped Rani Infront Of Everyone:
কেন হঠাৎ করে নিজের স্ত্রীর উপরে এমন অবিশ্বাস করতে শুরু করেছে সে। ঘটনার সূত্রপাত হয়েছে রানীর জন্মদিনে। জন্মদিনের কেক নিয়ে দুর্জয়ের অপেক্ষায় ছিল রানী। কিন্তু নার্সিংহোম থেকে এসে দুর্জয় রুদ্রমূর্তি ধারণ করেন। কেন রানী তাকে মিথ্যা কথা বলেছে তা নিয়ে প্রশ্ন তোলেন দুর্জয়। আসলে তাদের সম্পর্কের মাঝে অবিশ্বাসের অন্যতম বেড়াজাল হয়ে ওঠে কয়েকটা ভয়েস নোট।
রানীর মোবাইলে আসে বেশ কয়েকটা ভয়েজ নোট তাকে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে পাঠানো হয়। পাঠিয়েছে পিকলু। এই পিকলু রানীকে স্কুল জীবন থেকে কলেজ জীবনে পছন্দ করত। বেশ কয়েকবার রানীকে প্রেমের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে রানী। কিন্তু হঠাৎ করে রানী দুর্জয়ের বিবাহিত জীবনে কেন অনধিকার চর্চা করে পিকলু তা বুঝতে পারেনা রানী।
দক্ষিণেশ্বরের রানী দেখা করেছে পিকলুর সঙ্গে, ২ ঘন্টা রানী এবং পিকলু নিজেদের সময় কাটিয়েছে”! এসব কথা শুনে অস্থির হয়ে পড়ে দুর্জয়। যদিও রানী তাকে বারবার বোঝাবার চেষ্টা করে এটা একটা ফন্দি। কিন্তু তা সত্বেও বউকে অবজ্ঞা করে ডাক্তার দুর্জয় সেনগুপ্ত। দুর্জয় এবং তার মা এক প্রকার ছেকে ধরে রানীকে। বারবার রানী নিজেকে নিরপরাধী প্রমাণ করার চেষ্টা করলেও কোন লাভ হয়নি।
যুক্তির স্বপক্ষে প্রমাণ খাড়া করলেও তাকে থাপ্পড় খেতে হয়। সামনে মেয়ে দুনি, আর সেখানেই এক ঘর লোকের সামনে অপদস্ত হতে হয়েছে রানীকে। বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ রানী দুর্জয়ের হাতে থাপ্পড় খেয়ে হতভম্ব হয়ে যায়। শেষ পর্যন্ত দুর্জয় রানীকে এতোটুকু আস্থা রাখতে পারল না? রানীর মতন হতচকিত হয়ে গিয়েছে দর্শকরাও। দুর্জয়ের এমন আচরনে রাগান্বিত দর্শকরা। রানীর কথা না শুনেই তাকে এত বড় শাস্তি!! এবার কি তবে দর্শকদের মনের কথা রেখে চিত্রনাট্যকার গল্পে আনবে নতুন টুইস্ট?