লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kaushiki Amavasya 2024: আজ কৌশিকী অমাবস্যা, আজকের দিনে এই নিয়ম গুলি মেনে চলুন তাহলেই খুলে যাবে ভাগ্য

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kaushiki Amavasya 2024 : আজ অর্থাৎ সোমবার কৌশিকী অমাবস্যা৷ তন্ত্রসাধকদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বলা হয় এই তিথি নিষ্ঠাভরে পালন করলে জীবন থেকে বাধাবিঘ্ন কেটে যায়৷ আসে সৌভাগ্য৷ সোমবার, ২ সেপ্টেম্বর ভোর ৫.২১ থেকে শুরু কৌশিকী অমাবস্যা৷ বুধবার ৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই তিথি৷ এমনিতে হিন্দু ধর্মে এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য আলাদাই রয়েছে। আজকের দিনে তারাপীঠ সহ বহু জায়গায় ধুমধাম করে মা কালী, মা রক্ষা কালী বা মা তারা যাই বলুন না কেন তাঁর আরাধনা করা হয়। তবে আজকের দিনটি একটু বিশেষ হতে চলেছে বলে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যার এই দিনটি খুব গুরুত্ব পূর্ণ। পঞ্জিকা অনুসারে, ভাদ্রমাসে অমাবস্যা ২০২৪-এর ২ সেপ্টেম্বর পড়েছে। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। আজকের দিনটি সকলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরাণ মতে বিশ্বাস করা হয়, অমাবস্যাতেই একমাত্র স্বর্গ-মত্যের দুয়ার মুহূর্তের জন্য খুলে যায়। অনেকেই হয়তো জানেন না যে এই অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয়ে থাকে।

আপনি যদি কিছু বিশেষ কাজ করেন তাহলে আপনি আপনার জীবন থেকে সকল সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পেয়ে যাবেন। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। মা তাঁকে নিরাশা করেনি। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও শোনা যায়, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ- নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই ‘কৌশিকী অমাবস্যা’ নামটি এসেছে। আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী ‘তারা’ মর্ত ধামে আবির্ভূত হন৷ কৌশিকী অমাবস্যায় করুন এই বিশেষ কাজ

১) আজকের দিনে বাড়িঘরকে মোটেও নোংরা হতে দেবেন না। বাড়ি ঘর ভালভাবে পরিষ্কার করতে হবে।

WhatsApp Group Join Now

২) শুকনো নারকেল নিতে হবে, যাতে জল না থাকে৷ তারপর নারকেলের মাথার দিকটা একটু ফুটো করে তার ভিতরে চিনি ভর্তি করতে হবে এবং বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেখানে পিঁপড়ে আসে এরকম স্থানে কোনও গাছের নিচে এই নারকেলটিকে পুঁতে দিতে হবে৷ তবে এটা লোকচক্ষুর আড়ালে করতে হবে।

৩) আজ কৌশিকী অমাবস্যার দিন সদর দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালান, এতে করে ভাল ফল পাবেন৷ বলা হয়, প্রদীপ ইতিবাচক শক্তি ঘরে নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূর করে৷

৪) সন্ধের সময়ে একটি কুয়োতে বেশ কয়েক চামচ কাঁচা দুধ ঢালতে হবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কুয়োটি যেন শুকনো থাকে এবং কোনরকম তাতে যেন জল না থাকে। এই কাজগুলি করলে আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হতে পারে।

আরও পড়ুন: September Holidays: চলছে সেপ্টেম্বর মাস, কবে কবে ছুটি থাকবে স্কুল পড়ুয়া এবং সরকারি কর্মচারীদের? চলুন জেনে নেওয়া যাক

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।