ট্রেন cancellation : কাপলদের মাথায় হাত, সরস্বতী পূজার দিনেই বন্ধ লোকাল ট্রেন

Train cancellation: সরস্বতী পুজোতে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। কাপলদের মাথায় হাত। শিয়ালদহ দক্ষিণ ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন বন্ধ থাকবে। যার ফলে ঢাকুরিয়া লেক থেকে সাউথ সিটি মল যেতে গেলে সমস্যায় পড়তে হবে যুগলদের। উৎসবের দিনেই বন্ধ থাকবে লোকাল ট্রেন। আবারো যাত্রী ভোগান্তির আশঙ্কা শিয়ালদহ লাইনে। WhatsApp Group Join Now ...

Published on:

ট্রেন cancellation : কাপলদের মাথায় হাত, সরস্বতী পূজার দিনেই বন্ধ লোকাল ট্রেন

Train cancellation: রস্বতী পুজোতে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। কাপলদের মাথায় হাত। শিয়ালদহ দক্ষিণ ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন বন্ধ থাকবে। যার ফলে ঢাকুরিয়া লেক থেকে সাউথ সিটি মল যেতে গেলে সমস্যায় পড়তে হবে যুগলদের। উৎসবের দিনেই বন্ধ থাকবে লোকাল ট্রেন। আবারো যাত্রী ভোগান্তির আশঙ্কা শিয়ালদহ লাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন কোন দিন বন্ধ থাকবে ট্রেন:

আগামী দুই দিন অর্থাৎ ৩১শে জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল থাকবে বহু ট্রেন। প্রায় ১০৮ টি ট্রেন বাতিল থাকবে। মূলত শিয়ালদহ বারুইপুর শাখায় বাতিল থাকবে এই ট্রেন। এছাড়া সমস্যায় পড়তে পারেন দক্ষিণ শাখার বিভিন্ন লাইনের বহু যাত্রীরা। ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম দিন বাতিল থাকবে ৫৯ টি ট্রেন এবং রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৪৯ টি ট্রেন! এছাড়া আপ ডাউন মিলিয়ে বাতিল থাকবে প্রায় ১০৮ টি ট্রেন। সিগনাল এবং ইন্টারলকিং কাজের জন্য বন্ধ থাকবে এই ট্রেন পরিষেবা। বাকি লাইনগুলির পরিষেবা মোটের উপর স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে, রেল সূত্রে। একদিকে বই মেলা অন্যদিকে সরস্বতী পুজো রেল যাত্রীদের পরতে হবে সমস্যায়। ৩ ফেব্রুয়ারি থেকে আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল! চলছে কলকাতা বইমেলা আবার সরস্বতী পুজো রয়েছে সামনে। এই দুই দিনেই ভোগান্তি হয় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন মানুষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কি বলছেন ডিআরএম:

একটি সাংবাদিক বৈঠক করে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম জানিয়েছেন দুইদিন ভোগান্তির শিকার হলেও ধীরে ধীরে ইন্টারলোকিং কাজ সম্পন্ন হলে দ্রুত গতিতে যাত্রা করবে ট্রেন। এই সেকশনের পাশাপাশি কিছু স্পেশাল ট্রেন চলবে বারাসাত থেকে দমদম পর্যন্ত। শিয়ালদহ থেকে নৈহাটি শিয়ালদা রানাঘাট বজবজ এবং নিউ আলিপুরের মধ্যে বাড়তি ট্রেন চালানো হবে। অর্থাৎ যাত্রী সুবিধার্থে অন্য বিকল্প কথা ভেবে রেখেছে পূর্ব রেল। তবে এই বিকল্প লাইন গুলিতে যাত্রী সংখ্যার চাপ অনেকটাই থাকবে বলে স্বীকার করেছে পূর্ব রেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now