Train Cancelled Between India & Bangladesh: কোটা বিরোধী আন্দোলনে বর্তমানে উত্তপ্ত বাংলাদেশ। রবিবার রাত থেকে নতুন করে খারাপ হয়েছে পরিস্থিতি। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩০০ পেরিয়ে গিয়েছে। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি। যেখানে প্রধানমন্ত্রী নিরাপদ নয়, গতকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ছাত্র আন্দোলনের বিজয় উৎসবের নাম করে ইচ্ছামতো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মত বিধ্বংসী তান্ডবলীলা চালাচ্ছেন একদল বাংলাদেশী। সঙ্গে চলছে বিশৃঙ্খল পরিস্থিতিতে ও চারিদিকে ভাঙচুর লুটপাঠ।
বাংলাদেশ জুড়ে বিক্ষোভের পরিস্থিতি বাড়ার সঙ্গেই সীমান্ত এলাকার যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেল। বাংলাদেশ থেকে ভারতের (India-Bangladesh Trains) মধ্যে চলাচল করা একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল (Indian Railways)। এমনিতে কলকাতা থেকে ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন যাতায়াত করে থাকে। কিন্তু গত ১৫ দিন ধরে বাতিল রয়েছে এই ট্রেন।
১৩১০৯/ ১৩১১০ কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ১৯.০৭.২০২৪ থেকে ০৬.০৮.২০২৪ পর্যন্ত বাতিল রয়েছে। যা আরও বেশ কিছু দিন বাতিল থাকবে।
সঙ্গে বাতিল হচ্ছে আরো কিছু ট্রেন কি সেগুলি জেনে নেওয়া যাক।
১৩১০৭/ ১৩১০৮ কলকাতা-ঢাকা-কোয়া, মৈত্রী এক্সপ্রেস ১৯.০৭.২০২৪ থেকে ০৬.০৮.২০২৪ পর্যন্ত বাতিল। যা আগামী দিনেও বাতিল থাকবে বলে জানা যাচ্ছে।
১৩১০৯/ ১৩১১০ কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ১৯.০৭.২০২৪ থেকে ০৬.০৮.২০২৪ পর্যন্ত বাতিল রয়েছে। যা আরও বেশ কিছু দিন বাতিল থাকবে।
১৩১২৯/ ১৩১৩০ কলকাতা-খুলনা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস ১৯.০৭.২০২৪ থেকে ০৬.০৮.২০২৪ পর্যন্ত বাতিল করা হয়েছে। যা আরও বেশ কিছু দিন বাতিল থাকবে।
এছাড়াও ১৩১৩১/ ১৩১৩২ ঢাকা-নিউ জলপাইগুড়ি-ঢাকা, মিতালি এক্সপ্রেস ২১.০৭.২০২৪ থেকে বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে এইট্রেনটির বর্তমানে বাংলাদেশেই রয়েছে। আরো কতো দিনে শান্ত হয় ও আবার পরিস্থিতি শান্ত হয় এটাই দেখার।