সন্ধ্যে হলেই টিভির সামনে বাড়ির মা কাকিমারা বসে পড়েন ধারাবাহিক দেখতে। মা কাকিমাদের এই জনপ্রিয়তার উপর নির্ভর করে প্রতি সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশিত হয় যেখানে দেখা যায় কোন কোন ধারাবাহিক জনপ্রিয়তার হাত ধরে এগিয়ে গেছে আবার কোন ধারাবাহিক পিছিয়ে গেছে অনেকটাই।
এই সপ্তাহে বিশ্বকাপের জেরে কিছুটা ওলটপালট হয়েছে নম্বর। প্রতি সপ্তাহের মতো এ বছর ৮.৫ পয়েন্ট পেয়ে অনুরাগের ছোঁয়া এগিয়ে গেছে সকলের আগে। দ্বিতীয় স্থান অর্জন করেছে জগদ্ধাত্রী এবং ফুলকি ৭.৮ পয়েন্ট পেয়ে। তৃতীয় স্থান অর্জন করেছে নিম ফুলের মধু, ৭.৪ নম্বর পেয়ে। হাড্ডাহাডি লড়াই করেছে, সন্ধ্যা তারা এবং তার কাছে কই মনের কথা দুজনেই রয়েছে চতুর্থ স্থানে ৭.২নম্বর পেয়ে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক বাংলা ধারাবাহিকেরে সেরা দশটি ধারাবাহিকের টিআরপি তালিকা:
- প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া প্রাপ্ত নম্বর ৮.৫
- দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী এবং ফুলকি প্রাপ্ত নম্বর ৭.৮।
- তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু ৭.৪ নম্বর পেয়ে
- চতুর্থ স্থান অর্জন করেছে সন্ধ্যা তারা এবং কার কাছে কই মনের কথা ৭.২ নম্বর পেয়ে
- হরগৌরী পাইলস হোটেল অর্জন করেছে পঞ্চম স্থান ৬.৮ নম্বর পেয়ে
- রাঙা বউ, এবং তুঁতে অর্জন করেছে ষষ্ঠ স্থান ৬.৫ নম্বর পেয়ে
- জল থৈ থৈ ভালোবাসা , লাভ আজকাল বিয়ে অর্জন করেছে সপ্তম স্থান ৬.৩ নম্বর পেয়ে।
- অষ্টম স্থান অধিকার করেছে তোমাদের রানী ৬.১ নম্বর পেয়ে
- নবম সেন অর্জন করেছে বাংলা মিডিয়াম ৫.৯ নম্বর পেয়ে
- দশম স্থান অর্জন করেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি ৪.১ নম্বর পেয়ে।
আরও পড়ুন: জীবনে শুভযোগ চান? মহালয়ায় পূণ্যতিথিতে মানুন এই নিয়মগুলি