শুরু হয়েছে টিআরপির লড়াই। আগস্টের দ্বিতীয় সপ্তাহেই বাংলা টেলিভিশনের বৌমাদের মধ্যে শুরু হয়েছে জমজমাট লড়াই! গৃহস্থ বাড়ির মেয়ে বউরা সন্ধ্যে হলেই টিভির সামনে বসে পড়ে। আর তারপর থেকেই চলতে থাকে একের পর এক সিরিয়ালের পালা। এই যে সারা সপ্তাহ ধরে সিরিয়ালগুলি আমাদের মনোরঞ্জন করে থাকে, এর আসল কারণ হলো টিআরপি। সারা সপ্তাহ ধরে কলাকুশলী থেকে শুরু করে প্রোডাকশন হাউজ সবাই এই টিআরপি তালিকার জন্যই অপেক্ষা করে থাকে। প্রকাশ পেয়েছে গত সপ্তাহের টিআরপি তালিকা।
প্রচুর ট্রোল হওয়া সত্বেও, সেরা দশে নিজের জায়গা তৈরি করে ফেলল ‘কার কাছে কই মনের কথা’। অপরদিকে শীর্ষস্থান দখলের লড়াই চলেছে জমজমাট। একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হল ‘জগদ্ধাত্রী’ -র। কিন্তু বাজিমাত করে নিয়ে গেল সূর্য আর দীপার জুটি। প্রতিবারের মতো এবারও বেঙ্গল টপার হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।
৮.৪ টিআরপি পেয়ে তালিকায় প্রথম স্থান পেয়েছে এই ধারাবাহিক। যদিও আগস্টের প্রথম সপ্তাহে ৯.০ পয়েন্ট পেয়েছিল এই ধারাবাহিক। আর দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এর প্রাপ্ত টিআরপি ৮.৩। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’। এই ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি ৮.১।
অপরদিকে চতুর্থ স্থানের রয়েছে ‘রাঙা বউ’ ধারাবাহিক। এই ধারাবাহিকটি জি বাংলায় টেলিকাস্ট হয়। এর প্রাপ্ত টিআরপি ৭.৭। অপরদিকে জি বাংলায় টেলিকাস্ট হওয়া বিখ্যাত ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ নায়ক ছাড়াও নিজের জায়গায় সমান ভাবে ধরে রেখেছে। এবার প্রাপ্ত টিআরপি ৭.৩। আর জায়গা হয়েছে পঞ্চম স্থানে। ধারাবাহিকের নায়ক রুবেল দাস, পায়ে চোট পাওয়ার কারণে বিশ্রামে রয়েছেন।
সৃজন পর্নার জুটিকে মিস করছেন ধারাবাহিক প্রেমিরা। মূলত এই কারণেই ‘নিম ফুলের মধু’ দেখার ইচ্ছে হারাচ্ছেন অনেকেই। অপরদিকে ৬.১ টিআরপি পেয়ে ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে বাংলা মিডিয়াম। আর ৫.৯ টিআরপি পেয়ে সপ্তম স্থানে জায়গা পেয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। বর্তমানে দর্শকদের প্রিয় সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে। এর জায়গা হয়েছে অষ্টম স্থানে। আর নবম স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে যথাক্রমে ‘খেলনা বাড়ি’ ও ‘এক্কাদোক্কা’। আর ৫.৬ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’।
সেরা ১০ বাংলা সিরিয়াল :-
অনুরাগের ছোঁয়া- প্রথম- ৮.৪
জগদ্ধাত্রী- দ্বিতীয়- ৮.৩
ফুলকি- তৃতীয়- ৮.১
রাঙা বউ- চতুর্থ- ৭.৭
নিম ফুলের মধু- পঞ্চম- ৭.৩
বাংলা মিডিয়াম- ষষ্ঠ- ৬.১
হরগৌরী পাইস হোটেল- সপ্তম- ৫.৯
সন্ধ্যাতারা- অষ্টম- ৫.৮
খেলনা বাড়ি- নবম- ৫.৭
এক্কা দোক্কা- নবম- ৫.৭
কার কাছে কই মনের কথা- দশম- ৫.৬।