Truck Strike: যত্রতত্র কেস দেওয়া বন্ধ করা সহ সাত দফা দাবিতে ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। আগামী ১১ ১২ এবং ১৩ সেপ্টেম্বর এই ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে গোটা রাজ্যজুড়ে। যার ফলে পুজোর আগে অচল হয়ে যেতে পারে পণ্য পরিষেবা। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে নয়া সমস্যা দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে। বাড়তে পারে জিনিসের দাম।
আর মাত্র কয়েকদিন পরেই পুজো সেই পুজোর আগেই এক ধাক্কায় বেড়ে যেতে পারে জিনিসের দাম। ট্রাক চালকদের স্পষ্ট দাবি, তাদের কথা না মানা হলে পুজোর মুখে আন্দোলন নামবেন। পুজোর আগে পণ্য পরিবহনের বড় ধাক্কা।ট্রাক ধর্মঘটে নামতে চলেছে বিভিন্ন জেলার ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গোটা রাজ্য জুড়ে ওভারলোড বন্ধ করা, অতিরিক্ত চালান কাটা, পুলিশের গাজোয়ারিসহ একাধিক অভিযোগ তুলে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
অভিযোগের পাহাড়:
শুধুমাত্র জেলা থেকে জেলা নয় অন্যান্য রাজ্য থেকেও কোনো রকম ট্রাক আসবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে টাকা দিয়ে ওভারলোডিং করা গাড়ি পাস করানো হয় বলে অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক চালকদের উপর বাংলাদেশীদের অত্যাচার বন্ধসহ মোট সাত দফা দাবি তুলেছেন তারা।।
একই সঙ্গে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা অথবা সেতুর নিচে ট্রাক যাতায়াতের বিকল্প ব্যবস্থা করবার দাবি জানিয়েছেন। এই নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে দেওয়া হয়েছে চিঠি। গোটা রাজ্যজুড়ে সংগঠনের প্রায় চার লক্ষ সদস্য রয়েছেন। ট্রাকের সংখ্যা প্রায় এক লক্ষ। এই ধর্মঘটের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সম্পাদকের বক্তব্য:
সংগঠনের সম্পাদক সজল ঘোষ জানান, পশ্চিমবঙ্গের ট্রাক মালিকদের উপর সরকারি অত্যাচারের প্রতিবাদে সাত দফা দাবির ভিত্তিতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। রাজ্য সরকারের কাছে বারবার দাবি তুলে ধরেছি কিন্তু কোন সুরাহা হয়নি। সরকার পক্ষ যদি দাবি না মানে তবে পুজোর আগে লাগাতার আন্দোলন চালিয়ে যাব। এমনকি এই অবরোধ ও অস্থিরতার ঘটনায় মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেছেন তারা। তাদের বিষয়ে সর্বদা মুখ্যমন্ত্রী মুখ বন্ধ করে রাখেন বলে অভিযোগ জানিয়েছেন ট্রাক চালক সংগঠন। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে প্রতিবাদ।
আরও পড়ুন: RG Kar Incident: রাতে ঘুম হচ্ছে না..’ এবার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়