Unmesh Ganguly: বাংলার বিনোদনের জগতের প্রথম সারির অন্যতম ইউটিউবারদের মধ্যে একজন হলেন উন্মেষ গাঙ্গুলী। ফেসবুক মিম পেজ “বাঁকুড়া মিমস” দিয়েই তাঁর যাত্রার শুরু। আরজিকর কান্ডে প্রথম থেকেই প্রতিবাদের সুর শুনতে দেখা গেছে প্রথম শ্রেণীর সমাজমধ্যমের প্রভাবশালীদের গলা থেকেই। পথেও নামতে দেখা গেছে প্রায় সকলকেই। এদের মধ্যে অনেকেই সরাসরি সরকারকে প্রশ্ন তুলেছেন।
শনিবার জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে হঠাতই মুখ্যমন্ত্রীর আগমন হয়। এরপর তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই উন্মেষ নিজের ফেসবুক ওয়ালে লেখেন “এলেন, ছড়ালেন, চলে গেলেন!” নাম উল্লেখ না করলেও এক শ্রেণীর মানুষ এই পোস্ট কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে লেখা বলে ধরে নেন। এরপর তৃণমূলের সমর্থক তথা ছাত্র নেতারা তাকে নিশানা করে কমেন্ট করতে শুরু করেন। বিষয়টি এতটাই ব্যক্তিগত আক্রমণের দিকে যায় যে উন্মেষ নিজের পোস্ট টি ডিলিট করে দেন!
এরপর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা সন্দীপন ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন “পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন উন্মেষ গাঙ্গুলী”! যদিও কমেন্ট বক্সে প্রতিবাদের সুরে অনেকেই লেখেন “সবাই এখনও শিরদাঁড়া বিক্রি করে দেননি।” এরপর উন্মেষ নিজের পোস্টের স্ক্রিনশট নিজেই আপলোড করে লেখেন ” চ্যালাগুলোর জন্য আরেকবার”।
বলে রাখা ভালো এদিন ধর্না মঞ্চে হঠাৎ উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজেকে জুনিয়র ডাক্তার দের সহযোদ্ধা বলেও পরিচয় দেন। তিনি এও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয় বরং দিদি হিসেবে পাশে দাঁড়িয়েছেন তিনি। লাইভ ভিডিও স্ট্রিমিং এর প্রস্তাব খারিজ করছে রাজ্য, সেই জন্যই বারংবার রাজ্যের সাথে জুনিয়র ডাক্তারদের বৈঠক বাতিল হয়ে যাচ্ছে। আলোচনার জল এখনও অনেকদূর। এখন আপাতত সবার চোখ কালীঘাটের দিকে..
আরও পড়ুন: Mamata Banerjee: “বৃষ্টিতে ভিজো না…” জুনিয়র ডাক্তারদের পাশে মমতার সহানুভূতির সুর