Union Bank of India: হঠাৎ সুদের হার বাড়িয়ে দিলো UBI ব্যাঙ্ক। এবার UBI ব্যাঙ্কে সুদের হারে মিলবে এত বেশি টাকা। ভারতীয় সরকারি ব্যাংক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হলো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের আওতায় আমাদের দেশের প্রচুর সংখ্যক মানুষ ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্টসহ নানান ধরনের টাকা বিনিয়োগ করে থাকেন। সম্প্রতি অনেকগুলি ব্যাংকই তাদের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। তাই এবারে সেই তালিকায় নাম লেখালো UBI ব্যাঙ্ক। সম্প্রতি কিছুদিন আগেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করল এই ব্যাংক।
৫ই জুলাই ২০২৪ থেকে ব্যাংকের বিভিন্ন প্রকল্পে কার্যকরী হচ্ছে নতুন সুদের হার। আবারো গ্রাহকদের জন্য বাড়তি লাভের সুযোগ করে দিল ইউনিয়ন ব্যাংক। এই মুহূর্তে সবথেকে বেশি পরিমাণ সুদ পাওয়া যায় ইউনিয়ন ব্যাংকের সিনিয়র সিটিজেনদের জন্য নির্ধারিত প্রকল্পগুলি থেকে। ৮% সুদ ধার্য করা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেনদের জন্য। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০ বেসিস পয়েন্টে সুদের হার ধার্য করে থাকে। অর্থাৎ সাধারণের জন্য যে সুদের পরিমাণ হবে ৭.৫০ শতাংশ সেই একই প্রকল্পের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের পরিমাণ ধার্য হবে ৮ শতাংশ।
ইউনিয়ন ব্যাংকে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা সম্ভব। ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদ যুক্ত যেকোনো প্রকল্পের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে ৩.৫০ শতাংশ। ৪৬ দিন থেকে ৯০ দিন অর্থাৎ তিন মাসের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৪.৫০ শতাংশ সুদ ধার্য করা হয়েছে। ৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদের জন্য নির্ধারণ করা হয়েছে ৪.৮০ শতাংশ সুদ।
১২১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের জন্য ধার্য করা হয়েছে ৫% সুদ। ১৮১ দিন থেকে এক বছরের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের জন্য নির্ধারিত সুদের পরিমাণ ৬.৩৫ শতাংশ। এক বছর অথবা ৩৯৮ দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৬.৮০ শতাংশ সুদ। আর ৩৯৯ দিনের প্রকল্পের ক্ষেত্রে ধার্য করা হচ্ছে ৭.২৫ শতাংশ সুদ।
৪০০ দিন থেকে ৯৯৬ দিনের মধ্যবর্তী প্রতিটি ফিক্স ডিপোজিটের জন্য ধার্য করা হয়েছে ৬.৬০% সুদ। ৯৯৭ দিন থেকে ৩ বছরের মেয়াদযুক্ত প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে ৬.৭০% সুদ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রচলিত ফিক্সড ডিপোজিটগুলির মধ্যে সবথেকে লম্বা মেয়াদযুক্ত প্রকল্পটি হল ৩ বছর থেকে ১০ বছরের মেয়াদযুক্ত প্রকল্প। এই প্রকল্পটির জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৬.৫০ শতাংশ।