Reliance Jio: জিও ভারতীয় টেলিকম বাজারে একটি অন্যতম নাম ভারতীয় টেলিকম সংস্থা গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় এবং এক কথায় টেলিকম বাজারে রাজ করছে জিও (Reliance Jio)। জিও-এর পরিষেবা এবং আকর্ষণীয় প্ল্যান গুলির জন্য গ্রাহক সংখ্যাও অতুলনীয়। গ্রাহকদের আকর্ষণ করার জন্য জিও (Reliance Jio) নিজের প্ল্যান গুলিতে আকর্ষণীয় অফার এবং আকর্ষণীয় চমক রেখে থাকেন। এরকমই আকর্ষণীয় কিছু চমক নিয়ে জিও লঞ্চ করলেও তিনটি নতুন প্রিপেড প্ল্যান। দামের সস্তা হলেও এই প্ল্যান গুলিতে পেয়ে যাবেন বিশেষ কিছু সুবিধা। ইন্টারনেট সার্ভিস, আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস এর পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন যা মন কেড়ে নিয়েছে অনেক গ্রাহকেরই।
বর্তমানে ওটিটি প্লাটফর্ম গুলি মানুষের জীবনে একটি অন্যতম জায়গা করে নিয়েছে নিজেদের বিনোদন ও সময় কাটানোর জন্য বর্তমানে অনেকেই ওটিটি প্ল্যাটফর্মের প্রতি আসক্ত। আরে আসক্তিকেই ব্যবহার করেছে জিও নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য। বর্তমানে জিওর অনেক প্ল্যানিং ও টি টি প্লাটফর্ম এর সাবস্ক্রিপশন প্রদান করা হচ্ছে যাতে গ্রাহকরা আরো বেশি করে জিও ব্যবহার করেন এবং জিও রিচার্জ করে। এরকমই নতুন তিনটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান লঞ্চ করা হয়েছে। সেই প্ল্যানগুলির বিশেষত্ব সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।
প্রথম প্ল্যানটি শুরু হচ্ছে মাত্র ৩২৯ টাকা থেকে। এই প্ল্যানটির সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন গ্রাহকরা। বিশেষ চমক হিসেবে আছে জিওসাভান প্রো-এর (Reliance Jio) সাবস্ক্রিপশন, যেখানে আপনি পাবেন অ্যাড-ফ্রি মিউজিক শোনার সুযোগ। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা এর সুবিধা উপভোগ করতে পারবেন ২৮ দিন পর্যন্ত।
দ্বিতীয় প্ল্যানটি মাত্র ৯৪৯ টাকায় পাওয়া যাবে, কিন্তু এতে আপনি যা পাবেন তা সত্যিই অবিশ্বাস্য। প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০টি এসএমএস-এর সুবিধা তো রয়েছেই, সঙ্গে আছে ৮৪ দিনের জন্য ডিজনি+হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড 5G ডাটা, যা তাদেরকে দ্রুতগতির ইন্টারনেট প্রদান করবে।
তৃতীয় এবং সবথেকে দারুন প্ল্যানটির দাম ১০৪৯ টাকা, কিন্তু এর বৈশিষ্ট্যগুলি একেবারে প্রিমিয়াম। প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ৮৪ দিনের ভ্যালিডিটি। এর সাথে সোনিলিভ এবং জিফাইভ-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে জিওটিভির মাধ্যমে। তাই এখন জিও রিচার্জ করলে শুধুমাত্র ইন্টারনেট, কল এবং এসএমএস পরিষেবা ছাড়াও বিনামূল্যেই পাওয়া যাবে বিনোদনের পরিষেবা।
আরও পড়ুন: Manoj Bajpayee: ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর অপেক্ষার মাঝেই সুখবর! আসছে চতুর্থ সিজনও