OBC Scholarship: সম্প্রতি কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ বাসিন্দার ওবিসি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার বেশ কিছু মানুষের বেনিয়ম ভাবে ওবিসি কার্ড তৈরি করতে সাহায্য করেছে। পরবর্তীকালে সেই সমস্ত মানুষদের ওবিসি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।
যদিও পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সেই সিদ্ধান্ত এখন বিচারাধীন। এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ওবিসি স্কলারশিপ এর নতুন আবেদন ফরম পূরণ শুরু হয়ে গিয়েছে। আর সেখানেই উঠেছে সংশয়। তাহলে ছাত্রছাত্রীরা কি আবেদন করবে না? কারা আবেদন করতে পারবে? যাদের বাতিল হয়েছে তাদের কি হবে? আজকের প্রতিবেদনে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব।
যাদের OBC বাতিল হয়েছে তারা কিভাবে আবেদন করবে?
প্রথমত, প্রি মেট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কুল এবং কলেজ পড়ুয়াদের স্কলারশিপের টাকা রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে ফান্ড দিয়ে থাকে। কাজেই যেসব পড়ুয়ারা ইতিমধ্যই কেন্দ্র সরকারের ওবিসি লিস্টে রয়েছে তাদের স্কলারশিপ আবেদন এবং টাকা পাওয়াতে কোনো রকম সমস্যা হবে না।যেহেতু বর্তমানে মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই নিয়ে ফাইনাল কোন শুনানি আসেনি।
সুতরাং এই বিষয়ে আপাতত ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করে যাওয়াই ভালো। যেসব সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা OBC স্কলারশিপ আবেদন করতে চাও, তাদের জন্য ইতিমধ্যেই ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে। তাই তাদের ওপর খুব একটা প্রভাব পড়বে না তারা ওই স্কলারশিপ আবেদন করে নিতে পারবে।
কারা OBC স্কলারশিপ আবেদন করতে পারবে?
যাদের কোনো রকম লিস্ট বাতিল হয়নি ২০১১ সালের আগেই ওবিসি হিসাবে নথিভুক্ত ছিল, তোমার কার্ড পরে হয়ে থাকলেও তোমার কোন রকম চিন্তা করার কারণ নেই, তোমরা নির্দ্বিধায় OASIS স্কলারশিপ পোর্টালে আবেদন জানাতে পারবে।
আরও পড়ুন: BSNL: মাত্র ৬ টাকায় ২ জিবি ডেটা আর আনলিমিটেড কল! BSNL-র সাশ্রয়ী প্ল্যান হিট বাজারে