Vande Metro: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর বন্দে মেট্রো (Vande Metro) ট্রেনের উদ্বোধনের অপেক্ষায় ছিলেন দেশের অনেক মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সোমবার এই ট্রেনটির উদ্বোধন হয়েছে। যদিও এই ট্রেনটির নাম বন্দে মেট্রো ছিল, উদ্বোধনের পর এটি একটি নতুন নাম পেয়েছে।
বন্দে মেট্রো ট্রেনের ট্রায়াল রান কিছুদিন আগে সম্পন্ন হয়েছিল, যা সফল হওয়ার পর ১৬ সেপ্টেম্বর ট্রেনটির উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গুজরাটকে দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেনটি উপহার দেওয়া হয়েছে। এই ট্রেনটি কচ্ছ জেলার ভুজ থেকে আমেদাবাদ পর্যন্ত চলবে, মোট ৩৫৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। রবিবার ভুজ থেকে আমেদাবাদ এবং শনিবার আমেদাবাদ থেকে ভুজ বাদে সপ্তাহের ছয় দিন ট্রেনটি সেবা প্রদান করবে।
৯৪৮০২ নম্বর ট্রেনটি ভোর ৫:০৫ মিনিটে ভুজ থেকে আমেদাবাদের দিকে যাত্রা শুরু করবে এবং সকাল ১০:৫০ মিনিটে আমেদাবাদে পৌঁছাবে। এই ট্রেনের যাত্রীদের সর্বনিম্ন ভাড়া হবে ৩০ টাকা। অপরদিকে, ৯৪৮০১ নম্বর ট্রেনটি আমেদাবাদ থেকে ভুজের উদ্দেশ্যে বিকেল ৫:৩০ মিনিটে রওনা হবে এবং রাত ১১:১০ মিনিটে ভুজে পৌঁছাবে।
ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে। যাত্রাপথে ভুজ এবং আমেদাবাদ স্টেশন ছাড়াও এটি আঞ্জার, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হালভাদ, ধ্রাংধরা, ভিরামগাম, চাঁদলোদিয়া এবং সাবরমতি স্টেশনেও স্টপেজ দেবে। ট্রেনটিতে সর্বাধিক ২০৫৮ জন যাত্রী সফর করতে পারবেন, যাদের মধ্যে ১১৫০ জনের জন্য বসার সিট থাকবে। এটি সম্পূর্ণভাবে বাতানুকূল এবং কুশনযুক্ত সিট দ্বারা সজ্জিত।
বন্দে মেট্রো ট্রেনের নাম পরিবর্তন করে রেল কর্তৃপক্ষ নতুন নাম রেখেছে ‘নমো ভারত র্যাপিড রেল’ (Namo Bharat Rapid Rail)। আগামীকাল, ১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের আগে ১৬ সেপ্টেম্বর এই ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নিজেই। মোদীর জন্মদিনের প্রাক্কালে নতুন নাম পাওয়া এই ট্রেনটি আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে পরিষেবা প্রদান শুরু করবে।
আরও পড়ুন: WBCHSE: ৭০% উপস্থিতি ছাড়া বসা যাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষায়! জেনে নিন সংসদের নয়া আপডেট