WB Class 11 Semester Pass Marks: চলতি বছর থেকেই বদলে যাবে উচ্চমাধ্যমিক। এমনটাই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে আর একটানা উচ্চ মাধ্যমিক নয় বরং পরীক্ষা হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে। বদলে গিয়েছে আগের সমস্ত রুটিন এবং প্যাটার্ন। পুজোর আগেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা পদ্ধতি চালু ছিল প্রায় পঞ্চাশ বছর আগে। একাদশ শ্রেণীতে কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাশ করতে পারবেন।
যোগ্যতা মান:
কত নম্বর হবে তাদের যোগ্যতামান যাচাই। একাদশ শ্রেণীতে কোন বিষয়ে কত নম্বর পেলে তবে তারা উত্তীর্ণ হতে পারবেন আদতে। প্রথম সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে প্রজেক্ট বেসড বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। সাধারণত এই সাবজেক্ট গুলিতে পরীক্ষা হবে ৪০ নম্বরে। প্র্যাকটিকাল সাবজেক্ট গুলির পরীক্ষা হবে ৩৫ নম্বরে।
প্রতিটি বিষয়ে পাশ করবার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের কমপক্ষে ৩০ শতাংশ নম্বর তুলতে হবে নইলে তারা হবেন অকৃতকার্য। প্রজেক্ট নির্ভর বিষয়গুলি হল বাংলা ইংরেজি গণিত ইতিহাস দর্শন শিক্ষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান। অন্যদিকে প্র্যাকটিকাল নির্ভর বিষয় হলো ভূগোল ভিজিট বায়োলজি কেমিস্ট্রি বোটানি কম্পিউটার। সেক্ষেত্রে ৩৫ এর মধ্যে পাশ নম্বর হবে ১১। তবে অনেকেই সেমিস্টার পদ্ধতি নিয়ে যথেষ্ট চিন্তিত।
নম্বর পাওয়া সহজ:
এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এবারে নম্বর তোলার পদ্ধতি হতে চলেছে আরো সহজ। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে পুরোটাই mcq। অর্থাৎ এই পরীক্ষার প্রশ্ন কেবলমাত্র টিক মার্ক। ভালোভাবে খুঁটিয়ে পড়া থাকলে সহজেই দেওয়া যাবে প্রশ্নের উত্তর। তবে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার উত্তর লিখতে হবে কিছুটা বিশদে। নম্বর পেতে খুব একটা সমস্যা হবে না বলেই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় এবং প্রথম সেমিস্টার একসাথে গণনা করে পরীক্ষায় নম্বর দেওয়া হবে বলেও জানা গিয়েছে।