WB Govt announces Holiday: আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো। পূজা উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন লম্বা ছুটি। দুর্গাপূজার ৫ দিন শুধুই আনন্দ আড্ডা আর হইহুল্লোড়। কেউ কেউ তো আবার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে লম্বা ট্যুরে যান। তবে পুজোর আগেই মিলবে বাড়তি ছুটি।সেপ্টেম্বর মাসে লম্বা ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
ডিএ না পেলেও ছুটিতে মন ভরাতে হবে। আগস্ট মাসে ছিল ছুটির তালিকা বিরাট। তবে সেপ্টেম্বরে তেমন ছুটি নেই বলেই মুখ ভার করেছিলেন সরকারি কর্মচারীরা কিন্তু চিন্তা নেই, তাদের উপহার দিল নবান্ন। সেপ্টেম্বরে গোটা দিন ছুটি ঘোষণা করেছে অর্থ দপ্তর। অর্থাৎ বাড়তি ছুটি মিলবে সেপ্টেম্বর মাসেও। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রবিবার এবং সোমবার এমনি ছুটি ছিল। তবে শনিবারেও এবার ছুটি ঘোষণা করেছে রাজ্য। যার ফলে পরপর তিনদিন ছুটি। দীঘা কিংবা দার্জিলিং বেড়াতে যাবার সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর তারা জানিয়েছে ১৪ই সেপ্টেম্বর পূর্ণদিবস ছুটি থাকবে। তবে এমনি এমনি এই ছুটি দেওয়া হয়নি।
করম পুজো:
ছুটির পিছনে রয়েছে নির্দিষ্ট কারণ। ১৪ ই সেপ্টেম্বর রয়েছে আদিবাসীদের করম পুজো। সেই পুজো উপলক্ষেই পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সমস্ত সরকারি অফিস সরকারি প্রতিষ্ঠান আদালত কলেজ স্কুল সবকিছুই থাকবে ছুটি। ১৪ ই সেপ্টেম্বর বাড়তি ছুটি পাওয়ায় তিনদিন আরামে কাটবে। আগামী সোমবার অর্থাৎ ১৬ই সেপ্টেম্বর রয়েছে ফতোয়া দোয়াজ দাহাম। ফলে টানা তিন দিন সরকারি কর্মচারীরা পাচ্ছেন ছুটি।
আগস্টের মত সেপ্টেম্বর:
গত মাসে অর্থাৎ আগস্টেও এমন বেশ কয়েকটা হলিডে উপভোগ করেছিলেন সরকারি কর্মীরা। বার্ষিক যে পূর্ণাঙ্গ ছুটির তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার তার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি এই করম পূজোর ছুটি।। চাইলে এই বিশেষ দিনে বেরিয়ে পড়তে পারেন শপিং করতে। অর্থ দপ্তর মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা না করলেও যে ছুটি বৃদ্ধি করেছে তাতেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে।।