বকেয়া DA মিলবে এই দিন থেকে! খরচ শুনে রীতিমতো ঘাম ছুটবে সরকারের

শীর্ষ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৫% বকেয়া DA চার সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে রাজ্যের লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীরা কিছুটা স্বস্তি পেলেও, পুরো বকেয়া DA পাওয়ার জন্য তাঁদের অপেক্ষা করতে হবে ...

Updated on:

DA

শীর্ষ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৫% বকেয়া DA চার সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে রাজ্যের লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীরা কিছুটা স্বস্তি পেলেও, পুরো বকেয়া DA পাওয়ার জন্য তাঁদের অপেক্ষা করতে হবে পরবর্তী শুনানির জন্য।

সুপ্রিম কোর্টের নির্দেশ: ২৫% বকেয়া DA চার সপ্তাহের মধ্যে পরিশোধ

২০২৫ সালের ১৬ মে, বিচারপতি সঞ্জয় কারোল ও মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে গণনা করে বকেয়া DA-এর ২৫% চার সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। আদালত জানায়, কর্মচারীরা রাজ্যের সম্পদ, তাই অর্থনৈতিক চাপের অজুহাতে তাঁদের ন্যায্য পাওনা আটকে রাখা যাবে না।

অবশ্যই দেখবেন:  মমতা সরকারের বড় ধাক্কা! এবার ২৫% বকেয়া ডিএ দিতে বাধ্য রাজ্য সরকার

বর্তমান DA পরিস্থিতি: রাজ্য বনাম কেন্দ্র

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৮% হারে DA পান, যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছেন ৫৫% হারে। এই ৩৭% ফারাক দীর্ঘদিন ধরে কর্মচারীদের মধ্যে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অর্থনৈতিক প্রভাব: রাজ্যের ব্যয় কত?

রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংহভি জানিয়েছেন, এই ২৫% বকেয়া DA মেটাতে রাজ্য সরকারের প্রায় ₹১০,০০০ কোটি টাকা খরচ হবে। তিনি আদালতে বলেন, এই পরিমাণ অর্থ একসঙ্গে পরিশোধ করা রাজ্যের পক্ষে সম্ভব নয়। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে হবে।

অবশ্যই দেখবেন:  শিয়ালদহ স্টেশনে বিনা টিকিটে ট্রেনে উঠলেই ধরা! রেলের নতুন প্রযুক্তিতে বড় সিদ্ধান্ত!

পরবর্তী শুনানি: বাকি ৭৫% কবে?

শীর্ষ আদালত জানিয়েছে, বকেয়া DA-এর বাকি ৭৫% মেটানোর বিষয়টি মামলার পরবর্তী শুনানির ওপর নির্ভর করবে। আগামী অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। তাই আশা করা হচ্ছে, সেই দিনেই হয়তো পরবর্তী কিস্তির নির্দেশ দেওয়া হবে।

কর্মচারীদের জন্য কী অর্থ বহন করে এই নির্দেশ?

  • আংশিক স্বস্তি: ২৫% বকেয়া DA পাওয়ার মাধ্যমে কর্মচারীরা কিছুটা স্বস্তি পেলেও, পুরো বকেয়া পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

  • আর্থিক চাপ: রাজ্য সরকারের ওপর অর্থনৈতিক চাপ বাড়বে, তবে কর্মচারীদের ন্যায্য পাওনা মেটাতে হবে।

  • পরবর্তী পদক্ষেপ: আগামী অগাস্ট মাসে মামলার পরবর্তী শুনানিতে বাকি ৭৫% বকেয়া DA নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারীদের DA তুলনা

কর্মচারীর ধরন বর্তমান DA (%) বকেয়া DA (%) মোট ফারাক (%)
কেন্দ্রীয় কর্মচারী ৫৫% ০% ০%
রাজ্য সরকারি কর্মচারী ১৮% ৩৭% ৩৭%

সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এটি পুরো সমস্যার সমাধান নয়, তবে এটি একটি ইতিবাচক সূচনা। আগামী দিনে আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীরা।

অবশ্যই দেখবেন: বিকেলের পরই ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ায় জরুরি আপডেট

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon