WBCHSE: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র ছাত্রীদের জীবনের দ্বিতীয় ধাপের বড় পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক। এক বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই শুরু হয়ে যায় আগামী বছরের জন্য প্রস্তুতি। ইতিমধ্যেই জোর কদম পড়াশোনা শুরু করে দিয়েছেন ছাত্র-ছাত্রীরা। স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পদার্পণ করার জন্য নিয়ামক এই পরীক্ষা। এই পরীক্ষায় ভালো রেজাল্টের উপর নির্ভর করে ভবিষ্যতের পথ। ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক কিংবা বৈজ্ঞানিক হতে গেলে এই পরীক্ষায় নম্বর ভালো করা বাধ্যতামূলক।
নয়া নিয়ম: এবার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। উচ্চমাধ্যমিকে এবারই শুরু হতে চলেছে সেমিস্টার । ঠিক কলেজের মতন সেমিস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা। একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুই স্তরের ফলাফল অনুযায়ী নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল।
সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আমুল বদলে যেতে চলেছে পরীক্ষার পাঠ্যক্রম। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে স্কুলে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক। এই নির্দিষ্ট পরিমাণ উপস্থিতি না থাকলে পরীক্ষায় কোনভাবেই বসতে দেওয়া হবে না।
৫০ শতাংশ উপস্থিতি মাস্ট: কোন পরীক্ষার্থীর যদি পঞ্চাশ শতাংশ নিচে উপস্থিতি থাকে তবে তাদের পরীক্ষায় বসতে গেলে নানান সমস্যার মুখোমুখি হতে হবে। যতক্ষণ না অব্দি তাদের উপস্থিতির হার হচ্ছে ৭০ শতাংশ ততক্ষণ তাদের কোন ছাড় নেই! তবে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে পরীক্ষার্থীদের। অসুস্থতা কিংবা গুরুতর কোন কারণ থাকলে অবশ্যই ছাড় দেওয়া হবে। সংক্রান্ত তথ্য দিতে হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে। স্কুলের মাধ্যমে এই তথ্য পৌঁছে যাবে শিক্ষা সংসদের কাছে। প্রসঙ্গত, স্কুলমুখী পড়াশোনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে পরীক্ষায় বসাতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উপস্থিতিতে কড়াকড়ি: এর আগে ছাত্রছাত্রীদের নানান শাস্তির মুখে এনেও স্কুলে উপস্থিতির হার বাড়ানো যায়নি। তবে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে সংসদ। সংসদের সদস্যরা জানিয়েছেন, এর আগেও উপস্থিতি নিয়ে নানান রকম কড়াকড়ি ছিল। কিন্তু এবারে সমস্ত বিদ্যালয়ের নির্দেশিকা পাঠানো হয়েছে। ৫০ শতাংশের কম কারোর উপস্থিতি হলে কোনভাবেই তারা বসতে পারবেন না পরীক্ষায়!