Weather Forecast: গত কয়েকদিন ধরেই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। গতকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া স্বাভাবিক ছিল। বৃষ্টিপাত খুব একটা দেখা যায়নি দক্ষিণবঙ্গে। তবে জানা যাচ্ছে সপ্তাহের শেষে আবারো নিম্নচাপের জেরে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। ‘ওয়াইড স্প্রেইড রেইন’ চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৯ জেলায়। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ শনিবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অসস্তি বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে (Weather Forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গেরবেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে।
আরও পড়ুন: Liquor Price Hike: বিদেশি মদের সঙ্গে দাম বাড়ছে দেশী মদেরও; কবে থেকে কার্যকর হবে নতুন দাম?