Weather Forecast: পুজোর আগে ধরতে গেলে আজই শেষ রবিবার। পরের রবিবার থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নামতে দেখা যাবে। সরকারী ছুটি ঘোষণা হয়েছে শনিবার থেকেই। তার জন্য এই রবিবারই মোক্ষম এবং শেষ সুযোগ লাস্ট টাইম শপিং সেরে নেওয়ার। একেই রবিবার তার উপর ছুটির দিন।
এরই মধ্যে আবহাওয়া নিয়ে চিন্তার খবর দিলো আলিপুর আবহাওয়া অফিস। গত কয়েকদিনের এক নাগাড়ে বৃষ্টি শেষে গত কাল থেকে একটু রোদ্দুরের মুখ দেখছে মানুষ। তবে আজকেও কি বৃষ্টি হবে? আসুন জেনে নিই রিপোর্ট কি বলছে।
আজ কলকাতা সহ এর আশেপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। রোদ্দুরের দেখা মিললেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা যেতে পারে। আজকের রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকতে পারে। এবং বাতাসে ৬৮-৮৮% জলীয় বাষ্পের উপস্থিতি থাকতে পারে। তাই ভ্যাপসা গরম জনিত অসস্তি বাড়তে পারে।
আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা তেমন নেই। তবে স্থান বিশেষে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া ও নদীয়ার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ারেও অল্প বৃষ্টির পূর্বাভাস থাকছে।
সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানা যাচ্ছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাই শপিংয়ে বেরোনো নিয়ে চিন্তা নয়।