Weather Forecast: নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ফলে জুলাই মাসের শেষ থেকেই দফায় দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তো কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিনই। মূলত গাঙ্গেও পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে টানা বৃষ্টি হচ্ছে। আলিপুর হাওয়া অফিসও (Weather Forecast) পূর্বাভাসে জানাচ্ছে, যেহেতু বঙ্গোপোসাগরের বুকে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই সারা সপ্তাহ ধরেই চলবে ঝড় বৃষ্টির দাপট। আসলে চলতি বছর বর্ষার মরশুমে বৃষ্টির দেখা মেলেনি, দক্ষিণবঙ্গের মানুষজন চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করলেও এক ফোঁটা বৃষ্টির দেখা মেলেনি। এবারে সেই বৃষ্টি জুলাইয়ের শেষ থেকে শুরু হয়েছে।
শেষ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। কাল বৃহস্পতিবার তো কলকাতা সহ বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ শুক্রবারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে (Weather Forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজও দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। জায়গায় জায়গায় জল জমারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং তার ঝাড়খন্ড থেকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আগমনের জন্য জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে।
বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের উপকূলীয় এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে চলতে থাকে ভারী বৃষ্টি যার ফলে কিছুটা হলেও স্বাভাবিক বৃষ্টিপাতের সম্মুখীন হয় জেলাগুলি। জুলাই মাসের শেষের কয়েকটা দিন থেকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা এবং পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলা। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বাংলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ শুক্রবার হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মোটের ওপর প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা কালিম্পঙ জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এইজন্য এই জেলাগুলির উদ্দেশ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থেকে মুক্তি পেয়েছে উত্তরবঙ্গ।
আরও পড়ুন: LPG Cylinder: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা! বিনামূল্যেই পাবেন ৩টি গ্যাস সিলিন্ডার ও ভর্তুকিও