Weather Forecast: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় (Weather Forecast)। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। উপরের পাঁচ জেলার সঙ্গে সঙ্গে মালদহতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপ সরে এখন উত্তর বাংলাদেশে অবস্থান করছে।
ধীর গতিতে পশ্চিমে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি বাংলা পার হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আগামী দু-তিন দিনে ঝাড়খণ্ডে যাবে। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ, বুধবার কলকতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোচবিহার, মালদা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।