Weather Forecast: নিম্নচাপের প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূল-সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। আজ, মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায় (Weather Forecast)। আজ মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি? চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতায় আজ, মঙ্গলবার বেশিরভাগ সময় মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হবে পশ্চিমব মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বেশকিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও মালদা জেলায় মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও কালিম্পং, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির তেমন স্বভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: Subhashree Ganguly: মেয়েকে কোলে নিয়ে ফটোশ্যুট শুভশ্রীর! প্রকাশ্যে এল ইয়ালিনির ছবি?