Weather Forecast: অল্প সময়ের বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও পরমহুর্ত থেকেই আবার যেন গরমের তীব্র তাপপ্রবাহ অস্বস্তিতে ফেলছে রাজ্যবাসীকে। রাজ্যে ইতিমধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু সেই বৃষ্টি বুধবার থেকে হবে না বৃহস্পতিবার সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। সপ্তাহের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে স্বস্তিতে কেটেছে সপ্তাহের শুরুটা। কিন্তু মঙ্গলবার থেকে আবারো গরমের সেই দাপট শুরু হয়েছে। তাই আবার কবে বৃষ্টি দেখা দেবে রাজ্যে সেই আশাতেই রয়েছেন সকলে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বুধবার অথবা বৃহস্পতিবার এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে (Weather Forecast)।
এছাড়া বেশ কিছু জায়গায় কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া পূর্ব বর্ধমানের সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে হবে ভারী বৃষ্টিপাত। আগামী ২৩ ও ২৪ তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ২৫ তারিখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতিদিনই।
দুই দিনাজপুর এবং মালদা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বিশেষভাবে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা কথা জারি করা হয়েছে। এদিকে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। আগামী শুক্রবার এর মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে প্রভাব পড়বে গোটা বঙ্গে (Weather Forecast)।
আরও পড়ুন: Post Office: পোস্ট অফিসের এই স্কিমে ২ লাখ টাকা জমিয়ে পেয়ে যান ৪ লাখ টাকা; জানুন কীভাবে!
তবে এই প্রভাবে কোন রকম ক্ষতি হবে কিনা সেই নিয়ে এখন এখনো কোনো রকম সতর্কতা জানানো হয়নি। এইবছর ২৩ মে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহ চিত্রে। যেহেতু আবহাওয়াবিদরা আগেই বলেছিলেন আগামী ১৯শে মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর মৌসুমী জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে সেখান থেকে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নচাপ বলয় তার শক্তি বৃদ্ধি করতে পারবে।