Weather Forecast: ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েক জেলায়। ভারী বৃষ্টিপাতে ভেসেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। তবে বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অসস্তি বজায় থাকবে। ঘূর্ণাবর্ত থেকে শুরু করে মৌসুমী অক্ষরেখার কারণে বৃষ্টি বাড়ার চান্স তো আছেই। সাথে ‘ওয়াইড স্প্রেড রেইন’ এর সম্ভাবনা থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ চলবে ‘ওয়াইড স্প্রেইড রেইন’। শুনুন তাহলে জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে (Weather Forecast)।
আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হবে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ পাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমছে। মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। বিগত কয়েকদিনের বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় ধস নেমেছে, ফলে পাহাড়ি এলাকার পরিস্থিতি বেশ খারাপ হয়ে রয়েছে এই মুহূর্তে।