Weather Forecast: একদিকে সূর্যের তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। দুদিন ধরে মেঘলা আকাশ, মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে সূর্য। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসছে বৃষ্টিতে। রাতেও বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় (Weather Forecast)।
আর এইদিকে দক্ষিণবঙ্গ পুড়ছে গরমের দাবদাহে। এক লাফে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি। আবারও তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ার শুষ্ক থাকবে আবহাওয়া। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। আগামী ২ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি পৌঁছতে পারে। বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সঠিক করে কিছু বোঝা যাচ্ছে না। আর তাপমাত্রা বাড়বে বই কমবে না।