Weather Forecast: এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরুর দিক পর্যন্ত তীব্র তাপপ্রবাহের পর মে মাসের মাঝামাঝি এবছরের প্রথম বৃষ্টি হয়। যার জেরে বেশ কিছুদিন স্বস্তির আবহাওয়া ছিল বঙ্গে। কিন্তু ফের আবারো তাপমাত্রা বৃদ্ধির কারণে আবহাওয়া জনিত অসস্তিকার পরিবেশ তৈরি হয়েছে। তীব্র গরমে আবারো হাঁসফাঁস করছে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গতেও নেই স্বস্তির আবহাওয়া। তবে এসবের মাঝেও বঙ্গবাসীর জন্য রয়েছে একটি সুখবর। এবারে বঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা ঢুকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু বর্ষা ঢোকার আগে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে গোটা বঙ্গে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে (Weather Forecast)।
Weather Forecast Of Westbengal:
আজ, শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে (Weather Forecast)। যে জেলাগুলিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান। এছাড়াও কলকাতা সহ উত্তর দক্ষিণ বঙ্গতেও এই সর্তকতা বার্তা সমানভাবে জারি করা হয়েছে। তবে কাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে রবিবার থেকে।
১৯শে মে ফের বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। রবিবার থেকেই বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। সোমবার থেকে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জানা গিয়েছে ২১ তারিখ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়।