Weather Forecast: আজ সোমবার, কলকাতার আকাশ আজ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর অন্ধ্র, দক্ষিণ ওড়িশা হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা দুর্বল হয়ে পড়বে। এর জেরে দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু-এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতায় আজ সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জন্য আগামী ৪-৫ দিন প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ৪ তারিখ নাগাদ দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে কোচবিহার ,দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার আপাতত উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টি কোনও কিছুরই পূর্বাভাস নেই। তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ।
আরও পড়ুন: Horoscope: মহাদেবের আশীর্বাদে বদলে যাবে এই ৩ রাশির ভাগ্য, দেখে নিন ২ সেপ্টেম্বরের রাশিফল