Weather Forecast: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ুর প্রভাবে ভাসবে বিভিন্ন জেলা। উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। শনিবার থেকে আবারো বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আজ, বুধবার মূলত আংশিক মেঘলা আকাশ।
বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি ও সর্বোচ্চ ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বহাল থাকবে (Weather Forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আগামী শনিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণের প্রায় সব জেলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে। তবে কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমার কোন সম্ভাবনাই দেখছে না আবহাওয়া দপ্তর। বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার থেকে কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টি হতে পারে। গত মাস থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার কখনো বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় ধস নামার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: August Holidays: এবার থেকে আর ছুটি নয় ১৫ই আগস্টে, সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশ দেওয়া হলো