Weather Update: আবারো আসছে বৃষ্টি পুজোর আনন্দ হবে মাটি। রবিবারের মধ্যেই কেনাকাটা সেরে ফেলুন তার কারণ সোমবার থেকেই আবার শুরু হবে ঝাঁপিয়ে বৃষ্টি। নতুন ইনিংস শুরু করবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দিন কয়েক আগেই বৃষ্টি বিদায় নিয়েছিল। অনেকেই ভেবেছিলেন শরৎকালে হয়তো আর বৃষ্টির দেখা পাওয়া যাবে না। কিন্তু সে আবারো আসছে।
তিনদিনের অসহ্য গরমের পর এবার ঝরবে বারিধারা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ আর তার প্রভাবেই আসছে বৃষ্টি। আগামী আটচল্লিশ ঘন্টায় তা একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ চমকাতে পারে(Weather Update)।
ঘন্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে! আগামী ৪৮ ঘন্টা মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবেন না। একদিকে টানা বৃষ্টি অন্যদিকে গত কয়েকদিন ধরে জল ছাড়ছে ডিভিসি। দামোদর ভ্যালি কর্পোরেশন ক্রমাগত জল ছাড়ার পরিমাণ বাড়িয়েই চলেছে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়।
পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া প্রভৃতি জেলা এখন বন্যা সংকুল। কোথাও ভেসে গিয়েছে ঘরবাড়ি আবার কোথাও ভেসে চলেছে মানুষ। এর মাঝে আবার বৃষ্টি হলে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হবে তা বলাই বাহুল্য।সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই পাওয়া যাবে না বাতাসে থাকবে জলীয় বাষ্প।
এর ফলে অসহ্যকর গরম এবং অস্বস্তিকর তাপমাত্রা বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে বুধবার বৃষ্টির পরিমাণ আরো বাড়বে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অর্থাৎ উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। রবিবার বিকাল থেকেই কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি। তবে উত্তরবঙ্গে কোন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরো বাড়তে পারে, আকাশ থাকবে ঝলমলে এবং পরিষ্কার।