৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! আজ বিকেলের পর থেকে বিপদ ৬ জেলায়

Weather Update: দুপুর গড়িয়ে বিকেল এলেই শহরজুড়ে একটা প্রশ্ন ঘোরাফেরা করে—“আজ কি তবে একটু ঝড়বৃষ্টি হবে?” ঘরে বাইরে চরম অস্বস্তিকর পরিস্থিতি। ফ্যান ঘুরছে, এসি চলছে, কিন্তু যেন গরমের তেজ কিছুতেই কমছে না। রাস্তায় বেরোলেই ঘেমে একাকার সবাই। অফিস ফেরত মানুষ, কলেজপড়ুয়া কিংবা দোকানের কর্মচারী—সবাই চাইছেন একটুখানি বৃষ্টি। কারণ এই গরমে বাঁচার ...

Published on:

Weather Update

Weather Update: দুপুর গড়িয়ে বিকেল এলেই শহরজুড়ে একটা প্রশ্ন ঘোরাফেরা করে—“আজ কি তবে একটু ঝড়বৃষ্টি হবে?” ঘরে বাইরে চরম অস্বস্তিকর পরিস্থিতি। ফ্যান ঘুরছে, এসি চলছে, কিন্তু যেন গরমের তেজ কিছুতেই কমছে না। রাস্তায় বেরোলেই ঘেমে একাকার সবাই। অফিস ফেরত মানুষ, কলেজপড়ুয়া কিংবা দোকানের কর্মচারী—সবাই চাইছেন একটুখানি বৃষ্টি। কারণ এই গরমে বাঁচার একটাই উপায়—আকাশ ভেঙে নামুক জলধারা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবহাওয়ার খবরে নতুন আশার আলো (Rain forecast brings hope – Weather update)

এই গুমোট গরমের মধ্যে আশার খবর দিয়েছে হাওয়া অফিস। যদিও দিনভর গরম ও অস্বস্তি বজায় থাকবে, তবুও দক্ষিণবঙ্গবাসীর জন্য অপেক্ষা করছে একাধিক দিনের ঝড়বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী পাঁচ দিন ধরে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত স্বস্তির পরশ মিলবে শুক্রবার সন্ধের পর থেকে। আপাতত গরম চলবে, কিন্তু অপেক্ষা করলে মিলবে স্বস্তি—এই আশাতেই বুক বেঁধেছে শহরবাসী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে (South Bengal rain alert – Thunderstorm from Saturday)

শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী (Kalbaisakhi storm) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। এমনকি কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়ার গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। রবিবারও বজায় থাকবে এই প্রবণতা। যদিও সকাল ও দুপুর পর্যন্ত গরম এবং ঘামঝরা পরিস্থিতি থাকবে। তবে দুপুর গড়ালে হালকা বৃষ্টি তাপমাত্রা কমাতে সাহায্য করতে পারে বলে আশা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: মেট্রো যাত্রীর জন্য দুঃসংবাদ! আজ থেকে টিকিটের দাম বেড়ে যাবে, জানুন নতুন ভাড়া কত!

বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড়–বৃষ্টি, কমবে তাপমাত্রা (Temperature drop expected – Rain forecast till Thursday)

হাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, সোমবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতার শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তবে এই পুরো সময়কাল জুড়েই দুপুর পর্যন্ত গরম বজায় থাকবে। ফলে বৃষ্টির অপেক্ষায় দিন গোনা ছাড়া উপায় নেই।

অবশ্যই দেখবেন: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত টাকা পাবেন বকেয়া ডিএ হিসেবে? জেনে নিন এক ক্লিকে

উত্তরবঙ্গ জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, তাপমাত্রা নামবে বেশ কিছুটা (North Bengal weather alert – Heavy rain likely)

এদিকে উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই ইতিমধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি (Heavy Rainfall)। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই প্রবণতা চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বৃষ্টির পরিমাণ হবে সবচেয়ে বেশি (Weather Update)। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। এর ফলে ওই অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যা একপ্রকার স্বস্তির নিঃশ্বাস এনে দেবে বাসিন্দাদের মধ্যে।

অবশ্যই দেখবেন: West Bengal Weather : বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় আলিপুরের সতর্কবার্তা, কলকাতায়ও ভিজতে পারে শহর