পিচঢালা রাস্তায় পা ফেলার উপায় নেই। ফ্যানের নীচেও যেন শান্তি নেই। দক্ষিণবঙ্গের শহর থেকে গ্রাম- প্রচণ্ড দাবদাহে জর্জরিত সাধারণ মানুষ। দিনের পর দিন সূর্যের তেজে নাভিশ্বাস উঠছে। চারদিকে শুধু ঘাম, ক্লান্তি আর অস্বস্তি। এই গরমে বৃষ্টির জন্য হাহাকার যেন ঘরে ঘরে। কাজে বেরনোর আগে এখন অনেকেই আবহাওয়ার খবরে (Weather Update) চোখ রাখছেন। মেঘলা আকাশ দেখলেই মনে হচ্ছে, ‘আজ বুঝি স্বস্তির বৃষ্টি নামবে’। বিশেষ করে কৃষকদের মনেও জেগেছে আশার আলো। কারণ একটাই—বর্ষার আগমনের খবর চারদিকে ঘুরছে। তবে সত্যিই কি বর্ষা এগিয়ে এল? কালবৈশাখীর রেশ কি এখনও বাকি?
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা (Weather Update & Rain Forecast in South Bengal)
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ফের কালবৈশাখীর (Kalbaisakhi Storm) সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার এই ঝড়বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুর্শিদাবাদ (Murshidabad), নদীয়া (Nadia), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), বীরভূম (Birbhum), ঝাড়গ্রাম (Jhargram), পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই খবরের মধ্যে একটা চমকও লুকিয়ে আছে।
অবশ্যই দেখবেন: তীব্র ঘূর্ণিঝড় ‘শক্তি’র আগমন! ঝড়-বৃষ্টিতে কাঁপবে গোটা বাংলা! আজকের আবহাওয়া
আগাম বর্ষার প্রবেশ (Early Monsoon Entry)
চলতি বছর নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Southwest Monsoon) প্রবেশ করেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands)। সাধারণত বর্ষা প্রবেশ করে ২০ মে নাগাদ, কিন্তু এবার তা ঘটেছে ১৩ মে। এই অকাল বর্ষা দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। যদিও পুরোপুরি বর্ষা এখনও দক্ষিণবঙ্গে ঢোকেনি, তবে কালবৈশাখীর হাত ধরেই তার আগমনের সঙ্কেত মিলছে।
অবশ্যই দেখবেন: একসঙ্গে দেওয়া হবে তিন মাসের রেশন সামগ্রী; সরকারের সিদ্ধান্তে খুশি আমজনতা
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Forecast in North Bengal)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), কালিম্পঙ (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), মালদা (Malda) ও উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) এলাকায় আগামী দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ (Lightning) সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের মানুষ একদিকে যেমন গরমে হাঁসফাঁস করছেন, তেমনই বৃষ্টির খবরে আশার আলো দেখছেন। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা থাকায় সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ।
অবশ্যই দেখবেন: ফের প্রমাণ করলেন ‘দেশভক্ত’! জওয়ানদের জন্য বিশেষ এই কাজ করলেন অক্ষয় কুমার
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |