Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি বঙ্গোপসাগরে। বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এ সপ্তাহের শেষের দিকেই ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আগামী ৫ সেপ্টেম্বর নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ফলে আগামীকাল অর্থাৎ বুধবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা হতে চলেছে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েক জায়গায় কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার একাংশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আকাশে কোথাও রোদ, আবার কোথাও আংশিক মেঘলা থাকবে। পাহাড়ের একাংশ কুয়াশা ঘেরা, আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
আরও পড়ুন: Horoscope: আজকের রাশিফল ৪ সেপ্টেম্বর, জেনে নিন কেমন যাবে আপনার আজকের সারাদিন