তীব্র গরমে হাঁসফাঁস রাজ্য, হঠাৎ সুখবর! আগেভাগেই আসছে বর্ষা? জানুন মৌসম ভবনের বার্তা

বৈশাখী বৃষ্টির অস্থায়ী স্বস্তির পর ফের তাপপ্রবাহে জেরবার রাজ্যবাসী (Weather Update)। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা নির্ধারিত সময়ের আগেই পৌঁছতে চলেছে আন্দামান-নিকোবর অঞ্চলে। তবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আপাতত সীমিত। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় চলতি সপ্তাহে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি জটিল হতে চলেছে। WhatsApp ...

Published on:

Weather Update

বৈশাখী বৃষ্টির অস্থায়ী স্বস্তির পর ফের তাপপ্রবাহে জেরবার রাজ্যবাসী (Weather Update)। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা নির্ধারিত সময়ের আগেই পৌঁছতে চলেছে আন্দামান-নিকোবর অঞ্চলে। তবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আপাতত সীমিত। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় চলতি সপ্তাহে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি জটিল হতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্ষা নিয়ে বড় আপডেট: নির্ধারিত সময়ের আগেই হাজির বর্ষা আন্দামানে (Weather Update)

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, চলতি বছর নির্ধারিত সময়ের প্রায় ১৬ দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকতে চলেছে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া (Weather Update) বিজ্ঞানীদের অনুমান, আগামী ১৩ মে-র মধ্যে দক্ষিণ আন্দামান এবং আশেপাশের অঞ্চলে বর্ষা ছড়িয়ে পড়বে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই আগাম বর্ষা পূর্বাভাস কৃষিক্ষেত্র এবং আবহাওয়া বিশ্লেষকদের জন্য বড় বার্তা হলেও কেরল ও পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য আসেনি। সাধারণত জুনের প্রথম সপ্তাহে কেরলে বর্ষা ঢোকে। ফলে বাংলায় বর্ষা প্রবেশ করতে এখনও প্রায় এক মাস বাকি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া: তাপপ্রবাহে ফের উত্তপ্ত পাঁচ জেলা

গত সপ্তাহে কালবৈশাখী ও বিচ্ছিন্ন বৃষ্টিপাত কিছুটা স্বস্তি দিলেও তা ছিল খুবই স্বল্পমেয়াদী। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরমের দাপট তীব্র আকার নিচ্ছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে অস্বস্তি বাড়ছে।

আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহ (Heatwave Alert) চলবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি (দক্ষিণবঙ্গ):

জেলাআজকের তাপমাত্রা (°C)তাপপ্রবাহের আশঙ্কাবৃষ্টির সম্ভাবনা
বাঁকুড়া41উচ্চকম
পুরুলিয়া42উচ্চকম
ঝাড়গ্রাম40উচ্চমাঝারি
হাওড়া38মাঝারিহালকা
কলকাতা37মাঝারিবিকেলে হালকা
নদিয়া36কমহালকা

এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও ৩-৫ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

কলকাতা ও আশেপাশের জেলায় বিকেলের দিকে হালকা বৃষ্টির ইঙ্গিত

আজ বিকেল থেকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রগর্ভ মেঘ (Cumulonimbus Cloud) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

এই বৃষ্টিপাত স্বস্তি দিলেও আবহাওয়ার বড় পরিবর্তন আসবে না বলেই মত আবহাওয়াবিদদের। পাশাপাশি বজ্রপাত ও হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

অবশ্যই দেখবেন: ‘আমার আবেদন’, বৈঠকে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ছুটির আর্জি মুখ্যমন্ত্রীর! জানুন বিস্তারিত 

উত্তরবঙ্গের আবহাওয়া: কোথাও বৃষ্টি, কোথাও গরম

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও ভিন্ন। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে মালদা ও সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (Weather Update)।

সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি (উত্তরবঙ্গ):

জেলাআজকের তাপমাত্রা (°C)বৃষ্টির সম্ভাবনাঅবস্থা
দার্জিলিং24মাঝারিঠান্ডা ও বৃষ্টিপাত
কালিম্পং26হালকামেঘলা
জলপাইগুড়ি32হালকাঅল্প গরম
কোচবিহার34হালকাঅস্বস্তিকর গরম
মালদা38কমতাপপ্রবাহ

কী বলছে মৌসম ভবন?

ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে, বর্তমান পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) উত্তর ভারতে সক্রিয় থাকায় কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও বড় সম্ভাবনা আপাতত নেই। কলকাতা সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও, স্থানীয় কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

অবশ্যই দেখবেন: Weather Update : আবার তাণ্ডব আবহাওয়ার! আজ থেকেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা

পরামর্শ সাধারণ মানুষের জন্য

  • যারা গরমে অসুস্থ বোধ করেন, তারা দিনে ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে রোদে না বেরোনোই ভালো।
  • পর্যাপ্ত জল পান করুন এবং ত্বক রক্ষা করতে ছাতা, সানগ্লাস ব্যবহার করুন।
  • কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন ফসলের সেচ যথাসময়ে করেন কারণ কিছুদিন বৃষ্টির সম্ভাবনা কম।

আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বর্ষার আগাম প্রবেশের খবর কিছুটা হলেও আশার বার্তা। দক্ষিণবঙ্গে গরম এবং তাপপ্রবাহে জনজীবন অসহনীয় হয়ে উঠতে পারে, অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা স্বস্তি দেবে। তাই চলতি সপ্তাহে আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখা অত্যন্ত জরুরি।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।     

অবশ্যই দেখবেন: Bangla Weather Update : ভ্যাপসা গরমে স্বস্তির বার্তা, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের!