Ekchokho.com 🇮🇳

Weather Update: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস জারি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়! কি জানাল হাওয়া অফিস? জানুন বিস্তারিত

Weather Update: আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রায় বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সঙ্গে হতে পড়ে শিলাবৃষ্টিও। সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। ...

Published on:

Weather Update

Weather Update: আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রায় বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সঙ্গে হতে পড়ে শিলাবৃষ্টিও। সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। তবে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন লক্ষ করা যাবে না। তবে পরবর্তী দুদিনে প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রাজ্যে।

আন্দামান সাগরের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। নিজের শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে (Weather Update)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিম্নচাপের জেরে পশ্চিমের কিছু জেলার দু-এক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভবনাও রয়েছে। বুধবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি (Weather Update)। পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলিতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ১৫-২০ সেকেন্ডের এই জলোচ্ছ্বাসে জলের উচ্চতা ১ মিটার পর্যন্ত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তাল হবে সমুদ্র। ৩৫-৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেমন থাকবে রাজধানীর আবহাওয়া? Weather Update: Kolkata

কলকাতায় আজ ঝড়বৃষ্টির সম্ভবনা বাড়বে। আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update):

দক্ষিনবঙ্গে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।‌ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।‌ তবে বাকুরা, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। আজ দক্ষিণবঙ্গের সকল জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: Ajker Rashifal Today: কামদা একাদশীতে এই ৩ রাশির ভাগ্যে বড় পরিবর্তন! দেখে নিন আজকের রাশিফল, ৮ এপ্রিল

বৃহস্পতি ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন না হলেও বুধবার থেকে তাপমাত্রার খানিক পতন হতে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? (North Bengal Weather Update)

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের
প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা একই রকম থাকবে। তবে বুধবার থেকে তাপমাত্রার পতন হবে। বৃহস্পতিও শুক্রবারের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়াবিদরা।

📅 বিষয়🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেটView More

আরও পড়ুন: Online Khajna Check: দালালের প্রয়োজন নেই! জমি কিনছেন? অনলাইনেই এক ক্লিকেই জেনে নিন বকেয়া খাজনার পরিমাণ