Weather Update: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে আজ সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। এর ফলেই আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে।
৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ থেকে আগামী চারদিন টানা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিগত কয়েকদিন ধরেই কলকাতা শহর সহ সমগ্র বাংলার আকাশ মেঘলা হয়ে রয়েছে। আজও একই পরিস্থিতি। আজও সকাল থেকে মুখ ভার হয়ে রয়েছে আকাশের। বৃষ্টিও হচ্ছে বেশকিছু জায়গায়। আবহাওয়া দফতরের তরফ থেকে জানা যাচ্ছে বেলা যত গড়াবে ততই বৃষ্টির বেগও বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও বাঁকুড়া জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। মালদহ-সহ নীচের তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। কিন্তু কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Gold Rate: সুখবর! রাখিতে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, আজ কলকাতায় ২৪ ক্যারটে রেট কত?