Weather Update: বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশে। আগামী ২৪ ঘণ্টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তি বৃদ্ধি করে এটি ঝাড়খণ্ডের দিকে যাবে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)।
বাংলার পর ঝাড়খন্ড বিহারে অতিবৃষ্টির কারণে আবার নতুন নীচু এলাকায় প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গে। দিনের বেলাতেও ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে চারিদিকের আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের একাধিক জেলায়। আগামী এক ঘণ্টায় নিবিড় বৃষ্টির সতর্কতা (Weather Update)।
আবহাওয়া দফতর সূত্রের খবর, নদীয়া জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে সতর্কতা রয়েছে বজ্রপাতেরও। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ২০শে অগাস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি থেকে ৫৫কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে৷ নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র।
৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উপকূলে। ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ ও কাল দক্ষিণবঙ্গের সকল জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)। সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ ও কাল দফায় দফায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ মূলত মেঘলা আকাশ থাকবে। আজ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।
বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে। আপাতত দুদিন বৃষ্টির সম্ভবনা থাকছে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির উপর বেজায় চটলেন সাধারণ জনতা, নিজের ভুলে হারালেন ভালো ইমেজ