By Tanmay Giri | 29 Apr 2025
কিডনিতে সমস্যা হচ্ছে কিনা কিভাবে জানবেন? আমাদের আজকের প্রতিবেদনে জেনে নিন kidney problem এর ৯ মুখ্য লক্ষণ।
01
কিডনি আমাদের শরীরে আসলে ছাকনির কাজ করে। কিডনি প্রধানত শরীরে খনিজ লবণ জল ও নানান খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখে। বর্তমান দিনে মানুষের লাইফ স্টাইল অনেকটাই বদলে গিয়েছে যার কারণে ফাস্টফুড খাওয়াটা অত্যন্ত কমন হয়ে গেছে। তাই দেখা দিচ্ছে কিডনি সমস্যা। তো আসুন জেনে নি ন kidney problem এর নয় মুখ্য সংকেত।
02
03
কিডনির সমস্যা হলে আমাদের ঘন ঘন প্রস্রাব পায়। যে নিজে পদার্থ কিডনি সাধারণত ছেঁকে দেয় আমাদের শরীরের জন্য, Kidney Problem হলে তা ঠিকমত কাজ করে না এবং আমাদের ঘন ঘন প্রস্রাব পায়। এবং প্রস্রাবের পরিমাণ রং ও গন্ধ বদলে যায়, যদি কিডনিতে সমস্যা হয়।
04
05
যদি কিডনিতে সমস্যা হয় তাহলে শ্বাসকষ্ট ও হতে পারে। কারণ কিডনি যে বজ্র পদার্থ ছাটনির কাজ করে তা ঠিকমতো কাজ না করলে সেই বজ্র পদার্থ আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছে যেতে পারে যার কারণে ও আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তাই মনে রাখতে হবে শুধু হৃদরোগ নয় কিডনিতে প্রবলেম হলেও শ্বাসকষ্ট হতে পারে।
06
07
কিডনিতে সমস্যা হলে শুষ্ক ত্বক হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ কিডনি যখন ঠিক মত কাজ না করতে পারে তাহলে নানান রকম ক্ষতিকর খনিজ পদার্থ আমাদের রক্তের সাথে মিশে যায়। এর ফলে কিডনিতে প্রবলেম দেখা দেয় এবং ত্বক শুষ্ক হয়ে ওঠে।
08
09
কিডনিতে সমস্যা দেখা দিলে শরীরে নানান রকম ক্ষতিকর বজ্র পদার্থ জমতে শুরু করে। যা আমাদের রক্তের সাথে মিশে যায় ফলে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায় এমনকি অনিদ্রার মতো সমস্যাও হতে পারে।