West Bengal Government: আর জি কর কাণ্ড নিয়ে বেশ কিছু দিন ধরেই তোলপাড় হচ্ছে রাজ্য এবং রাজনীতি। রাজ্যের কোনায় কোনায় যেখানে মেয়েদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে সঠিক বিচার এবং নানা রকম ভাবে তদন্তের গতি শ্লথ করার চেষ্টা চলছে এই অভিযোগে দিকে দিকে রাস্তায় নামছে রাজ্যের মানুষ। এরই মধ্যে মহিলাদের সুরক্ষার কথা ভেবে বড় পদক্ষেপ নিলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেয়েদের জন্য আলাদা করে বাস পরিষেবা দেওয়ার কথা ভাবছে রাজ্য।
জানা যাচ্ছে মূলত অফিস টাইমেই মিলবে এই পরিষেবা। পুজোর সময় থেকেই মহিলাদের জন্য বিশেষ বাস সার্ভিস দেওয়ার পথে হাঁটছে NBSTC! এই নিয়ে রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় শিলিগুড়ি পরিবহণ নিগমের সাথে বৈঠকে বসেন। তিনি জানিয়েছেন আপাতত তিনটি রুটে এই বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে। যেগুলি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে।
তিনি আরও জানিয়েছেন মেয়েদের নিরাপত্তার দিকে নজর দিতে এই সার্ভিস দেওয়া হবে। এর জন্য মূলত অফিস টাইমে বাস পরিষেবার কথা ভাবা হচ্ছে। এছাড়াও দুর পাল্লার গাড়িগুলিতেও সিসিটিভি বসানোর কথা ভাবা হচ্ছে।
আর জি কর নিয়ে যখন উত্তপ্ত রাজ্য তখন শিলিগুড়িতে NBSTC এর বোর্ড মিটিং থাকে এবং সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বৈঠক শেষে পার্থপ্রতিম রায় মহাশয় জানান “মেয়েদের জন্য স্পেশাল বাস সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত তিনটি রুটে এই পরিষেবা দেওয়া হবে। নতুন বাস গুলিতে আগে থেকেই থাকছে ক্যামেরা তবে পুরানো বাস গুলিতে ক্যামেরা লাগানোর কথা ভাবা হয়েছে।”
আরও পড়ুন: আর শুধুমাত্র জিও – এয়ারটেল নয়, 5G এর বাজার কাঁপাতে আসছে BSNL ও MTNL 5G