West Bengal students scheme: রাজ্যের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক নতুন প্রকল্প শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ছাত্রছাত্রীর সুবিধার্থে নানান রকম প্রকল্প, স্কলারশিপ চালু রয়েছে এই রাজ্যে। সেরকমই একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন প্রকল্প। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। বিগত ৩ বছর অর্থাৎ ২০২১ সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও ট্যাব বা মোবাইল কেনার ১০ হাজার টাকা দেওয়া হবে।
তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালে তথ্যে গন্ডগোল:
সম্প্রতি এই প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। কবে আবার ছাত্র-ছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এই নিয়ে উঠেছে প্রশ্ন। একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টদের দেওয়া ব্যাংক একাউন্ট এর তথ্য আপনা-আপনি বদলে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের সঠিক ব্যাংক একাউন্টে তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরেই অন্য একাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে। সেই কারণে অসংখ্য ছাত্র-ছাত্রীর টাকা এখনো আটকে রয়েছে।
বিগত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হয়ে আসছে বিভিন্ন ছাত্র-ছাত্রীরা। তাদের একাউন্টে দীর্ঘদিন ধরেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার ১০ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে স্কুল শিক্ষকদের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানান কথাবার্তা শুনতে হয়েছে এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন এক্ষেত্রে তাদের কোন করার থাকে না ফলে এই বিষয়টিকে স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখার দাবি করেছে একাধিক স্কুল। শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছিল গত ১৫ জুলাইয়ের মধ্য সমস্ত ছাত্র-ছাত্রীদের একাউন্টের ডিটেলস জমা করার জন্য কিন্তু ২৫ শে জুলাই এর পরেও একাদশ শ্রেণির প্রায় ৫১ হাজারের অধিক ছাত্রছাত্রীর একাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং ৭ হাজারের বেশি ছাত্রছাত্রীর IFSC কোড ভুলে রয়েছে।
বর্তমানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের তরুণ প্রকল্পের টাকা ব্যাংকে একাউন্টে ঢোকার স্বপ্ন দেখছেন তাদের জানিয়ে রাখি এই আগস্ট মাসের কোন টাকা ঢোকার সম্ভাবনা নেই। আগামী অক্টোবর মাসে এই নিয়ে চিন্তাভাবনা করা হবে। আগামী দুই এক মাসের মধ্যে সবার ব্যাংক একাউন্টে তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা ঢুকে যাবে।
আরও পড়ুন: Dev-Rukmini: ঘুরতে গিয়ে নেটিজেনদের সুখবর শোনালেন অভিনেতা দেব