Dev-Rukmini: শিশু শিল্পী হিসেবে অভিনয় এসেও তেমন নাম কামাতে পারেননি। এরপর মুম্বাই থেকে নবাগত দেব যখন টলিউডে আসেন তখনো বেশ নজর কাড়তে পারেননি। দেব (Dev) যখন সুপারস্টার তখন তার সাথে পরিচয় হয়, মডেল রুক্মিণী মৈত্রের। বর্তমানে তারা দুজন দুজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। দুই দুইবার ভোটে লড়ে দিতে এসেছেন দেব এবারেও তিনি প্রার্থী। এবার প্রার্থী দেবের ভাবমূর্তি কিছুটা নষ্ট করে ফেললেন তার মনের মানুষ। কিভাবে নিজেকে পরিচয় দিতেন দেব সুপারস্টার হওয়ার পরেও কতটা মাটির মানুষ ছিলেন। মেয়ে রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্ক রয়েছে।
এটা জানতে পেরেছিলেন বাবা। মেয়ের সঙ্গেই পরিচয় করেন দেবের সাথে। দেবের সাথে যখন তার প্রথম দেখা হয় তখন রুক্মিণী নায়িকা হননি। তাকে প্রশ্ন করেন তুমি কি কর। দেব বলেছিলেন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছি আর একটু রাজনীতি করি। সুপারস্টার দেব যখন গোটা বিশ্বে বিখ্যাত ঠিক তখন তার প্রেমিকার বাবা বেমালুম চিনেন না তাকে। এই অজানা ঘটনার কথা দিদি নাম্বার ওয়ানের সেটে ফাঁস করেছিলেন রুক্মিণী মৈত্র। তা শুনে রীতিমতো হাসির রোল ওঠে।
View this post on Instagram
কিশমিশ ছবির প্রমোশনে এদিন দিদি নাম্বার ওয়ানে হাজির ছিলেন প্রতিযোগী দেব কমলেশ্বর মুখোপাধ্যায় রুক্মিণী মৈত্র অঞ্জনা বসু। আসলে দেব প্রথম থেকেই যে কতটা বিনয়ী এবং ভদ্র সেটাই প্রকাশ হয়েছিল এই মঞ্চে। এদিন রুক্মিণী তাদের প্রেম জীবনের নানান ওঠাপড়ার কথাও তুলে ধরেন। কিভাবে দেব সর্বসময় তার পাশে থেকেছে সেকথাও স্বীকার করেন নায়িকা। তার কথা শুনে বিশেষ করে তাদের প্রেম জীবনের কথা শুনে অভিভূত হয়ে যান রচনা ব্যানার্জি। সকলেই তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানান।