Beder Meye Josna: একসময় দুইবাংলায় অঞ্জু ঘোষ নামটার সঙ্গে পরিচিত ছিল সিনেপ্রেমীরা। ওপারের ফেরদৌস থেকে এপারের চিরঞ্জিত অঞ্জুর মনমুগ্ধকর কেমিস্ট্রি ছিল সকলের পছন্দের। তার বাচনভঙ্গি থেকে অভিনয় সবকিছুই মন জয় করেছিল পরিচালক থেকে প্রযোজকদের।
কোথায় অঞ্জু ঘোষ:
সেইসঙ্গে ওঞ্জুর সৌন্দর্যের ধারে কাছে আসতে পারতো না দাপুটে নায়িকারা। সহজেই অভিনেত্রী থেকে নায়িকা হয়ে উঠেছিলেন অঞ্জু ঘোষ। কিন্তু কোথায় চলে গেলেন তিনি। তার সমকালের অনেক নায়িকাই এখনো সিনেমায় অভিনয় করছেন। অথচ অঞ্জুকে আর দেখা যায় না, কোন সিনেমায়। কোথায় হারিয়ে গেলেন বেদের মেয়ে জোসনা খ্যাত অঞ্জু। ওই একটা সিনেমা তাকে নাম জশ প্রতিপত্তি সবকিছু দিয়েছিল। যদিও তারপর অনেক সিনেমায় অভিনয় করেন তিনি। দুই বাংলার মানুষের কাছে বিশাল জনপ্রিয় হয়ে উঠেছিলেন কয়েক মুহূর্তে।
ইন্ডাস্ট্রির লক্ষ্মী:
তার ছবি মানেই সুপারহিট। প্রায় ৩০ বছর আগে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল বেদের মেয়ে জোসনা (Beder Meye Josna)। কাল্পনিক কাহিনীধর্মী এই সিনেমা যেন জীবন্ত হয়ে উঠেছিল। অঞ্জুর অসাধারণ অভিনয়ে বাণিজ্যিকভাবে সাফল্য এনে দিয়েছিল ছবিটিকে। শুধু তাই নয় তারপর থেকেই ইন্ডাস্ট্রিতে লক্ষ্মী হিসেবে পরিচিত হন অঞ্জু। যে সিনেমায় তিনি থাকেন সেটাই নাকি সুপারহিট। তারপর একদিন ধুমকেতুর মতন কোথায় হারিয়ে যান তিনি। এত বছর পরেও তাকে মনে রেখেছেন দর্শকরা। ঠিক কোথায় রয়েছেন তিনি। কেন আর তাকে সিনেমায় দেখা যায় না
ধর্মের ভেদ:
বাংলাদেশের মানুষেরা ওঞ্জুকে বলতেন হিন্দুর বেটি। আবার এপারে যখন তিনি অভিনয় করতে আসতেন তাকে বলা হতো মুসলমানের বেটি। অর্থাৎ জাত পাত ধর্ম তুলে দিয়েছিলেন একদল মানুষ। তারা ধর্ম অনুযায়ী বিভেদ করতেন অঞ্জুকে। তার সম্পর্কে সহ অভিনেতা চিরঞ্জিত বলেন ও একজন প্রতিভাময়ী অভিনেত্রী। তবে তার কথা বলার মধ্যে কিছুটা অন্যরকম ছাপ ছিল। বাংলাদেশের সাবলীল ভাবে কথা বললেও এখানে দর্শকরা তাকে সেভাবে মেনে নিতে পারেননি।। অত্যন্ত তারকাশুলভ অভিনয় করতেন তিনি। আর সেই কারণেই প্রযোজক পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন। তবে দর্শকরা তাকে পরের দিকে তেমনভাবে গ্রহণযোগ্য না করে তোলায় হারিয়ে যান অঞ্জু।
আরও পড়ুন: Rahul-Rooqma: আবারও পর্দায় ফিরছে রাজা-মাম্পি জুটি! কবে কোন চ্যানেলে দেখা মিলবে তাঁদের?