Soumitrisha Kundu: জি বাংলার এককালীন অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল’মিঠাই’। এমনকি একবার দুবার নয় পরপর ১৩ বার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের দুষ্টু মিষ্টি গল্প, মিঠাইয়ের বুদ্ধি, মোদক পরিবারের হাসিঠাট্টা সব মিলিয়ে দর্শক দশে দশ দিয়েছিলেন এই ধারাবাহিকটিকে। এই ধারাবাহিকের দুটি মুখ্য চরিত্র সিদ্ধার্থ এবং মিঠাই এর পর্দার কেমেস্ট্রি দর্শকদের নজর কেড়েছিল। সকলে ভেবেই নিয়েছিলেন বাস্তবেও হয়তো এমনই রসায়ন আছে তাদের সম্পর্কে।
মিঠাইয়ের অনুরাগীরাও চেয়েছিলেন উচ্ছেবাবুর সঙ্গেই যেন বাস্তবে মিল হয় মিঠাইরানীর। কিন্তু অনুরাগীদের সেই আশায় জল ঢেলে পর্দার দিদিয়া অর্থাৎ কৌশাম্বির প্রেমে মজে বসলেন আদৃত। যদিও দুজনের মধ্যে কেউই কখনো ভালোবাসার কথা স্বীকার করেননি জনসমক্ষে। কিন্তু এই দুজনকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এর কারণে সৌমিতৃষার ভক্তদের কাছে ট্রোলের শিকারও হতে হয়েছিল আদৃত এবং কৌশাম্বিকে। তবে কথাতেই আছে যা রটে তার কিছুটা বটে। আদৃত-কৌশাম্বির ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না।
Why Soumitrisha Kundu Unfollowed Kaushambi Said Frankly:
চলতি বছরের গত ৯ই মে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৌশাম্বীর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন আদৃত। এরপর এই অভিনেতার বিয়েই উস্কে দেয় জল্পনা। বিয়েতে গোটা মিঠাই পরিবারের দেখা মিললেও উপস্থিত ছিলেন না সৌমিতৃষা। ধারাবাহিক চলাকালীন কৌশাম্বীর সঙ্গে বেশ ঘনিষ্ট সম্পর্ক ছিল সৌমিতৃষার। একসঙ্গে বিভিন্ন রিল করতেও দেখা যেত তাদের। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর আর কৌশাম্বী বা আদৃতের সঙ্গে দেখা যায়নি সৌমিতৃষাকে। ফলে অনেকেই মনে করেছিলেন আদৃত-কৌশাম্বীর সম্পর্কের কারণেই নষ্ট হয়ে গেছে কৌশাম্বী-সৌমিতৃষার সম্পর্ক। সেই কারণেই কৌশাম্বী সহ একাধিক মিঠাই তারকাকে সামাজিক মাধ্যম থেকে আনফলো করেছেন অভিনেত্রী। এবার সংবাদমাধ্যমের কাছে এই আনফলো করার বিষয় নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা।
আরও পড়ুন: Mithijhora: ‘দিদিভাই আমি তোকে ছাড়বো না’! আবারও রাইয়ের ক্ষতি করতে বদ্ধপরিকর নীলু!
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন আদৃত কৌশাম্বীর বিয়েতে নিমন্ত্রিত ছিলেন না তিনি। অভিনেত্রী এও বলেছিলেন তিনি নিজেও শুভেচ্ছা জানাননি কৌশাম্বী এবং আদৃতকে। তবে ধারাবাহিক চলাকালীন তাদের সম্পর্কের শুরুতে আদৃত এবং কৌশাম্বিকে শুভেচ্ছা জানান তিনি। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর সকলেই নিজের মতো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সেই কারণেই সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ কমেছে অভিনেত্রীর।
আরও পড়ুন: DA Hike: লোকসভা ভোটের মাঝেই দারুন সুখবর বাংলা সরকারি কর্মচারীদের জন্য
সামাজিক মাধ্যম থেকে কৌশাম্বি চক্রবর্তীকে কেন আনফলো করলেন? এর উত্তরে অভিনেত্রী হেসেই জানান, শুধু কৌশাম্বি নন ধারাবাহিকের অনেককেই আনফলো করেছেন তিনি। তবে সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এই প্রসঙ্গ নিয়ে এত অহেতুক চর্চা কেন হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। পাল্টা সাফাই দিয়ে তিনি বলেছেন দিয়া, উদয়, ঐন্দ্রিলা সহ ধারাবাহিকের অনেককেই তিনি ফলো করেননা তবে তার মানে এমন নয় যে তাদের সম্পর্ক খারাপ। জোর দিয়ে সৌমিতৃষা জানান কৌশাম্বীদির সঙ্গে তার সম্পর্ক সহজ। আদৃতের সঙ্গেও কোনো বিশেষ সম্পর্ক ছিল না। তবে অভিনেত্রীর এতকিছু বলার পরেও এই প্রসঙ্গ নিয়ে কমেনি জল্পনা।