২৫% DA মেটাতে গিয়েই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? কী চলছে নবান্নের অন্দরমহলে!

দিনের শেষে দু’মুঠো ভাত জোটানো অনেক মহিলার কাছেই এখন বড় চ্যালেঞ্জ। সংসারের খরচ, বাচ্চার পড়াশোনা, ওষুধপত্র—সব সামলে মাস শেষ করা যেন এক কঠিন লড়াই। ঠিক সেই জায়গায় আশার আলো হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar)। প্রতি মাসে আসা এই সামান্য অর্থটাই যেন বেঁচে থাকার রসদ। তাই এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ...

Published on:

Lakshmi Bhandar

দিনের শেষে দু’মুঠো ভাত জোটানো অনেক মহিলার কাছেই এখন বড় চ্যালেঞ্জ। সংসারের খরচ, বাচ্চার পড়াশোনা, ওষুধপত্র—সব সামলে মাস শেষ করা যেন এক কঠিন লড়াই। ঠিক সেই জায়গায় আশার আলো হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar)। প্রতি মাসে আসা এই সামান্য অর্থটাই যেন বেঁচে থাকার রসদ। তাই এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দিন গুনছেন বহু পরিবার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভোটের আগে প্রশ্ন—ভাঙবে কি এই ভরসার সাঁকো? (Voter Impact Before Elections)

রাজ্যে ভোটের ঢাকে কাঠি পড়তে না পড়তেই নানা জনকল্যাণ প্রকল্প (Welfare Scheme) নিয়ে আলোচনা তুঙ্গে। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঠিক কতটা কার্যকরী, সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলতে পারে, কিন্তু বাস্তবে বহু মানুষের কাছে এই প্রকল্প আশীর্বাদস্বরূপ। তাই এই প্রকল্পের ভবিষ্যৎ যদি অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে তা রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আদালতের রায়ে চাপ রাজ্য সরকারের (Supreme Court DA Order Pressure)

সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ২৫ শতাংশ বকেয়া ডিএ (Dearness Allowance) দ্রুত মেটাতে। এই নির্দেশ কার্যকর করতে গেলে প্রায় ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ পড়বে রাজ্য সরকারের ঘাড়ে। সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, এই বিশাল অর্থ বরাদ্দ করা কঠিন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে—এই টাকার জোগান আসবে কোথা থেকে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: হাওড়া স্টেশনে প্রতিদিন ট্রেন লেট! এবার রেলের কড়া পদক্ষেপ, খরচ ২০৩ কোটি!

আর্থিক ঘাটতিতে কোপ পড়বে কোথায়? (Budget Cut in Welfare Projects)

এত বড় অঙ্কের ব্যয় সামাল দিতে গিয়ে রাজ্য সরকার কীভাবে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বজায় রাখবে, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। অভ্যন্তরীণ সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বেশ কিছু প্রকল্পের বাজেট কাটছাঁটের পরিকল্পনা চলছে। যদিও সরকার এখনও পর্যন্ত কিছু স্পষ্ট বলেনি, তবে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়নি, যা থেকেই এই জল্পনার সূত্রপাত।

অবশ্যই দেখবেন: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত টাকা পাবেন বকেয়া ডিএ হিসেবে? জেনে নিন এক ক্লিকে

লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ কী? (Future of Lakshmi Bhandar)

প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ৬০ কোটি টাকা খরচ হয়। এতদিন এই অর্থ সরকার নিজস্ব কোষাগার থেকেই দিচ্ছিল। কিন্তু বকেয়া ডিএ দেওয়ার চাপ আসার পর সেই খরচ চালিয়ে যাওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান আর্থিক চাপে লক্ষ্মীর ভাণ্ডারে ভর্তুকি কমানো বা নতুন আবেদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের অনেকে। তবে ভোটের মুখে এই সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে কতটা লাভজনক হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

অবশ্যই দেখবেন: ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! আজ বিকেলের পর থেকে বিপদ ৬ জেলায়