OYO Room Booking: পুজোর সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে মন চায়। বাঙালির বেরোনো মানেই কাছে পিঠে দীঘা দার্জিলিং কিংবা পুরুলিয়া বাঁকুড়া। বর্তমানে বাঙালির বেড়ানোর হটলিস্টের তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন কিছু সংস্করণ। কিন্তু বেড়াতে গিয়ে কোথায় থাকবেন তা নিয়ে শুরু হয়ে যায় চিন্তাভাবনা।
ছাড়ে বুক করুন ঘর:
পাঁচতারা হোক কিংবা ৩ তারা হোটেল বুক করতে গিয়ে মোটা টাকা খসাতে হয়। এছাড়া হোমস্টে কটেজ এসবের ভাড়া তো সাধারণ মানুষের নাগালের বাইরে। পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের পকেট কাটার জন্য বসেই থাকেন। এই বেড়ানোর মৌসুমে কিছুটা কাটছাঁট করবেন ভাবছেন। তবে এই পদ্ধতি মেনে চললেই, কেল্লাফতে। ঘুরতে গিয়ে কোথায় থাকবো এটা নিয়ে আর বেশি ভাবতে হবে না। পুজোর লম্বা ছুটিতে টানা বেরিয়ে আসুন। ঘর বুকিং করতে গেলে পাবেন ৭৫ শতাংশ ডিসকাউন্ট। হোটেল বুকিং ওয়েবসাইট oyo সেই সুযোগ নিয়ে এসেছে। প্রাপ্তবয়স্কদের জন্য সময় কাটানোর নির্ভরযোগ্য স্থান এই oyo। তবে লক্ষ্য রাখতে হবে?
যেখানে রয়েছেন তার নিরাপত্তায় যাতে কোন খামতি না থাকে। সাধারণত এই oyo হোটেলগুলির মূল্য তুলনামূলক বেশি হয়। তবে তাতেই যদি পাওয়া যায় ডিসকাউন্ট তাও আবার অনলাইনে তবে কেমন হয়। বেশিরভাগ গ্রাহক এখন অনলাইনেই হোটেল এবং ঘর বুকিং করছেন। তবে সবাই পাবেন না এই ছাড়। কেবলমাত্র নিজস্ব ওয়েবসাইট থেকে যারা বুকিং করবেন তাদের কাছেই মিলবে এই সুবিধা। বুকিং করার সময় মাই অফার বলে ক্লিক করুন। তাতেই পেয়ে যেতে পারেন ৭৫ শতাংশ ছাড়ে স্বপ্নের ঘর। ৪০০০ টাকার ঘর পেয়ে যেতে পারেন দুই হাজারে। রয়েছে আরও কিছু আকর্ষণীয় অফার।ঠিক কোন কোন দিনের জন্য রয়েছে এই অফার সেটা ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন । প্রায় প্রতিদিন oyo এইসব অফার দিয়ে থাকে।
Oyo অ্যাপ:
এছাড়া ভারতের হোটেল বুকিং সংস্থা oyo নিজেদের অ্যাপ খুলে রেখেছে। সেখানে প্রথমবার বুকিংএর ক্ষেত্রে পাওয়া যায় ১৫ শতাংশ ছাড়। অ্যান্ড্রয়েড হোক কিংবা আইফোন সব জায়গা থেকেই এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। তবে সাবধান, হোটেল বুকিংএর আগে ভালোভাবে রেটিং যাচাই করুন। নইলে পড়তে পারেন বিপদে। বেড়াতে গিয়ে শেষে সম্মানহানি না হয়।