LPG Gas Cylinder: ঘরে ঘরে এখন জ্বলছে চুলা। এখন আর কেউ উনুনে রান্না করেন না বরং তার বদলে এসেছে প্রযুক্তি নির্ভর রান্নার গ্যাস। গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল সর্বত্র পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস। তবে এই রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। দাম দিয়ে সিলিন্ডার কিনতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আর তাই তো মহিলাদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। যার মাধ্যমে অর্ধেক দামে পাওয়া যায় রান্নার গ্যাস।
যার নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। সকল মহিলারা রান্না করুন গ্যাসে। সবার বাড়িতেই যাতে জলে আগুন তার জন্যই মহিলাদের সুবিধার্থে রয়েছে এই প্রকল্প। আসন্ন দিওয়ালি উৎসবে আসছে বিশেষ সুযোগ। এই রাজ্য সরকার নিয়ে আসছে একনয়া এলপিজি সিলিন্ডার রিফিল যোজনা।
উজ্জ্বলা যোজনার সুবিধা:
রাজ্যের ১.৭৫ কোটি পরিবার পাবে এই যোজনার মাধ্যমে গ্যাস। সকলের বাড়িতেই গ্যাসে রান্না হোক এটাই চাইছে সরকার। তাই জন্য দিওয়ালি উপলক্ষে এই মহা ধামাকা। ২০২৪ পর্যন্ত দুইটি গ্যাস সিলিন্ডার তারা ফ্রিতে পাবেন বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্রাহকরা অনেকেই দুটি সিলিন্ডার ফ্রিতে পেয়ে গিয়েছেন। যারা পাননি তারা দিওয়ালির আগে বিনামূল্যে পাবেন এই মহামূল্যবান সিলিন্ডার।
তবে এর জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক যেটা করতে হবে ইলেকট্রনিক মাধ্যমে। আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিংক থাকতে হবে। একই সাথে আধার নম্বরকে নিকটবর্তী গ্যাস এজেন্সি থেকে বায়োমেট্রিক করানো বাধ্যতামূলক। ইতিমধ্যেই অনেকে এই কাজটি সেরে ফেলেছেন আবার কেউ কেউ করেননি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা চালু হয়েছে ২০১৬ সাল থেকে।
সুবিধাভোগী:
বিভিন্ন রাজ্যের বহু সংখ্যক মহিলারা অন্তর্ভুক্ত রয়েছেন এই প্রকল্প। যখন সাধারন গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯৪০ টাকা তার থেকে হাফ দামে পাওয়া যায় গ্যাস। আর সেই সঙ্গে ১০০ টাকা করে মেলে ভর্তুকি। এই উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ৯.৫ কোটি মানুষ।