লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Yuvashree Prakalpa Apply Online 2024: রাজ্য সরকারের এই স্কিমে প্রতি মাসে মিলবে ১,৫০০ টাকা! কীভাবে করবেন আবেদন! জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yuvashree Prakalpa Apply Online 2024: এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন কাজ খোঁজার পরেও মনের মতন কাজ খুঁজে পাননি। কিংবা নানান জটিলতায় আটকে রয়েছে চাকরির ভবিষ্যৎ। এমতাবস্থায় কোন ব্যক্তি যদি বেকার হয়ে থাকেন তবে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য এনেছে এক বড় সুযোগ। কারণ এইবার বেকারদের জন্য রয়েছে দারুণ এক ভাতা। দেড় হাজার টাকা করে পাবেন বেকাররা। তবে তার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। দীর্ঘদিন যারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য ভাবছে পশ্চিমবঙ্গ সরকার এবার আর কোন চিন্তা নেই। যতদিন চাকরি পাবেন না ততদিন এই বেকার ভাতার বন্দোবস্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার। বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতেন নতুন এক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যার নাম যুবশ্রী। প্রত্যেক মাসে মাসে পাবেন ভাতা। বেকার যুবক-যুবতীরা এই ভাতা পেতে পারেন কয়েকটি নির্দিষ্ট নিয়মে আবেদন করলেই।

Yuvashree Prakalpa 2024:

প্রকল্পের নাম (Name Of The Scheme): 

এই স্কিমের নামকরণ করা হয়েছে যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলার বাসিন্দারা এর সুবিধা ভোগ করতে পারবেন।

■ কারা পাবেন যুবশ্রীর টাকা (Who will get Yuvashri’s money)?

WhatsApp Group Join Now

যারা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কলেজ কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তারা পাবেন। আবার যারা চাকরির জন্য ট্রেনিং করছেন তারাও এই ভাতা সহজেই পেতে পারেন। এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় কোটি কোটি চাকরি প্রার্থীরা পেয়েছেন সুবিধা।

■ আবেদনকারীর যোগ্যতা ও বয়সসীমা (Eligibility and Age Limit of the Applicant):

  • এই প্রকল্পে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করতে হবে।
  • যুবশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে অবশ্যই একটি কার্ড থাকতে হবে তার নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। সাধারণত চাকরিহীন বেকার যুবক-যুবতীদের এই কার্ড থাকে।
  • আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স১৮ বছরের উপরে হতে হবে।

আরও পড়ুন: DA Hike: ভোটের পরেই DA নিয়ে বিরাট ঘোষণা! সরকারি কর্মীদের জন্য ফের সুখবর

■ আবেদন প্রক্রিয়া (Application Process): 

  • রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি আবেদন করতে পারবেন।
  • এর জন্য যুবশ্রী প্রকল্পের লিংকে ক্লিক করতে হবে। সেখানে জব শিকার অপশনে ক্লিক করলে নিউ এনরোলমেন্ট বাটন আসবে।
  • এরপর সামনেই ভেসে উঠবে আবেদনপত্র, সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ হলে সেটিকে সাবমিট করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন রশিদ দেওয়া হবে।
  • সেই রশিদ নিয়ে সোজা চলে যেতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। নিকটবর্তী অফিসে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম এবং রশিদ জমা করে দিতে হবে। এরপর বৈধ মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তাতে ভেরিফিকেশনের ভিত্তিতে কার্ড পাওয়া হবে। এরপর সেই কার্ড দিয়ে সহজেই টাকা পেয়ে যাবেন বেকার যুবক-যুবতীরা।
About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।