প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে সবার। সকালবেলা স্কুল যাওয়ার সময় থেকেই ঘেমে একেবারে স্নান। মাথা ঘোরা, ক্লান্তি, অতিরিক্ত ঘাম—এইসব নিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে শিশু ও কিশোর-কিশোরীরা। শিক্ষা যতই জরুরি হোক না কেন, তাপপ্রবাহের (heatwave) মধ্যে ক্লাসরুমে মন বসানো প্রায় অসম্ভব হয়ে উঠছে।
Read More: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবার ‘আজীবন’: মুখ্যমন্ত্রীর বড় ঘোষণায় খুশির হাওয়া রাজ্যে
অভিভাবকদের চিন্তা বাড়ছে, দরকার জরুরি পদক্ষেপ (Parents Demand Summer Relief for Kids)
এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ অভিভাবকদের কপালে। একদিকে সন্তানের পড়াশোনা, অন্যদিকে গরমের দাপট। শরীর খারাপের ভয়ে অনেকেই স্কুলে পাঠাতে চাইছেন না ছেলেমেয়েদের। চিকিৎসকরাও বারবার বলছেন—এমন গরমে শিশুদের বাইরে না বেরোনোই ভালো। ঠিক এমন সময়েই সামনে এল এক গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা (government announcement), যা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে অভিভাবক-শিক্ষার্থীদের।
সরকারি সিদ্ধান্তে মিলবে স্বস্তি, গরমের ছুটি ঘোষণা শিক্ষা মন্ত্রকের (Government Declares School Summer Holiday)
এই বছর কেন্দ্র সরকার (central government) একটি বড় ঘোষণা করল স্কুলছুটির (school holiday) বিষয়ে। শিক্ষা মন্ত্রক (Ministry of Education) জানিয়েছে, আগামী জুন মাস থেকে গ্রীষ্মকালীন ছুটি (summer vacation) শুরু হচ্ছে। তবে এখানেই শেষ নয়। এই ছুটি চলবে টানা কয়েক সপ্তাহ ধরে। যদিও নির্দিষ্ট দিন ও সময়সূচি জানানো হয়েছে সব শেষে, কিন্তু এই সিদ্ধান্ত ইতিমধ্যেই অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।
Read More: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে কোটিপতি! SIP-এর হাত ধরে কি স্বপ্নপূরণ সম্ভব?
রাজ্যভিত্তিক ভিন্ন সময়, কোথায় কবে থেকে গরমের ছুটি শুরু (Summer Holiday Dates by State)
তবে দেশের সব রাজ্যে একদিনে ছুটি শুরু হচ্ছে না। আবহাওয়া এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী রাজ্যভেদে কিছুটা পরিবর্তন থাকছে ছুটির সময়সূচিতে (state-wise holiday schedule)। কোথাও ৩০ মে, কোথাও ২ জুন থেকে শুরু হচ্ছে ছুটি। পশ্চিমবঙ্গে (West Bengal) ছুটি থাকবে ২ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত, যা মোট ৪৫ দিনের। মহারাষ্ট্র (Maharashtra), কর্ণাটক (Karnataka), রাজস্থান (Rajasthan) প্রভৃতি রাজ্যেও প্রায় একই সময়ে ছুটি শুরু হবে বলে জানানো হয়েছে।
শেষে ঘোষণা—৪৬ দিনের টানা গরমের ছুটি, ১ জুন থেকে ১৬ জুলাই (46 Days Long Summer Vacation Confirmed)
সবশেষে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী দেশের অধিকাংশ রাজ্যে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি থাকবে ১ জুন (June 1) থেকে ১৬ জুলাই (July 16) পর্যন্ত, অর্থাৎ মোট ৪৬ দিন (46 days)। সরকারি ও বেসরকারি স্কুল—দুই ক্ষেত্রেই এই ছুটি কার্যকর হবে। দীর্ঘ এই বিশ্রামের সময় শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে, এবং তাপপ্রবাহ থেকে মিলবে রেহাই। সরকারের এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে সমাজের বিভিন্ন মহলে।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |