বর্তমান ডিজিটাল যুগে একটি ভালো স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। কিন্তু উচ্চ মূল্যের কারণে অনেকেই এখনও আধুনিক প্রযুক্তির ৫জি ফোন ব্যবহার করতে পারেননি। বিশেষ করে ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী কিংবা প্রান্তিক কর্মজীবীরা একটি ভালো স্মার্টফোনের খোঁজে থাকেন, যা দিয়ে তারা অনলাইন ক্লাস, ভিডিও কলিং কিংবা সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকতে পারেন।
কম বাজেটে স্মার্টফোন কেনা কঠিন! তবে এবার আসছে সুখবর (Low Budget Smartphone, Under ₹4000 5G Mobile)
বর্তমান বাজারে ৪ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কেনা প্রায় অসম্ভব। তার উপর যদি সেটা ৫জি ফোন হয়, তাহলে তো কল্পনারও বাইরে! কিন্তু সেই কল্পনাই এবার বাস্তবে পরিণত হতে চলেছে। এমনই এক অফার নিয়ে হাজির হচ্ছে একটি জনপ্রিয় সংস্থা, যার নতুন লঞ্চ হতে চলা স্মার্টফোন বদলে দিতে পারে ভারতের বাজেট ফোন মার্কেটের চিত্র।
বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা ও RAM—সব এক স্মার্টফোনে (Jio 5G Smartphone Features: Display, Camera, RAM)
২০২৫ সালে বাজারে আসতে চলেছে Jio-র নতুন ৫জি স্মার্টফোন। দাম মাত্র ৩,৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির বড় ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেম খেলা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা দেবে। ক্যামেরার দিকেও কোনও রকম আপস করা হয়নি—পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা ছবি তোলা বা ভিডিও কনটেন্ট তৈরির জন্য আদর্শ।এছাড়া রয়েছে ৪ জিবি RAM ও একটি শক্তিশালী অক্টা-কোর প্রসেসর, যা স্মার্টফোনটির পারফর্মেন্সকে করে তুলবে দ্রুত এবং মসৃণ। সঙ্গে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ডেটা সংরক্ষণের জন্য যথেষ্ট।
Read More: অবস্থার অবনতি! এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে
স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহার? থাকবে ৫০০০ mAh ব্যাটারি (Long Battery Backup, 5000mAh Battery in Budget Phone)
এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলেই গোটা দিন চলবে। যারা অনলাইন ক্লাস করেন, ভিডিও কল করেন কিংবা গেম খেলেন, তাঁদের জন্য এই ফোন একেবারে পারফেক্ট। শুধু তাই নয়, সুপারফাস্ট ইন্টারনেট স্পিডও থাকবে, কারণ এই ফোন সম্পূর্ণভাবে ৫জি সাপোর্ট করে। ফলে ভিডিও স্ট্রিমিং, ব্রাউজিং কিংবা ডাউনলোড—সবই হবে বিদ্যুৎগতিতে।
কবে থেকে ও কোথায় কিনবেন এই স্মার্টফোন? জেনে নিন (Jio 5G Smartphone Launch Date and Price)
এত সব ফিচারের পর নিশ্চয়ই ভাবছেন, এত কম দামে এত কিছু সম্ভব কীভাবে? হ্যাঁ, সম্ভব! কারণ Jio-র নতুন এই ৫জি স্মার্টফোনটি ২০২৫ সালেই বাজারে আসতে চলেছে। দাম রাখা হয়েছে মাত্র ৩,৯৯৯ টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফোনটি পরবর্তীতে বিশেষ অফারসহ অনলাইন ও অফলাইন মাধ্যমে কেনা যাবে। তাই বাজেট ফোনের বাজারে সত্যিই ঝড় তুলতে চলেছে Jio-এর এই নতুন ৫জি স্মার্টফোন। অপেক্ষা করুন, কারণ এই ফোন বদলে দিতে পারে আপনার ডিজিটাল অভিজ্ঞতা।
Read More: সন্তোষী মায়ের কৃপায় ভাগ্য খুলবে এই ৩ রাশির! আজকের রাশিফল, ২০ জুন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |