7th Pay Commission: সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্য সরকারের সাথে বিরোধ চলছে বহুদিন ধরেই। তবে এবার অবশেষে এলো সুখবর। মহার্ঘ্য ভাতা বাড়ানোর জন্য জারি হয়েছে বিজ্ঞপ্তি। যার ফলে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কর্মীরা উচ্ছসিত।
7th Pay Commission New Updates
DA বৃদ্ধির ঘোষণা সরকারের
সম্প্রতি রাজ্য সরকারের তরফে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্বাভাবিক ভাবেই এই খবরে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা।
Read More: মাসের শুরুতেই বড় সুখবর! এক লাফে ৫৮ টাকা কমল LPG সিলিন্ডারের দাম
৭% বাড়ানো হলো DA
জানা যাচ্ছে এতদিন কর্মীরা ২৩৯% মহার্ঘ্য ভাতা পেতেন। এবার সেই ভাতা আরও ৭% বাড়ানোর পথে হাঁটলো রাজ্য সরকার। কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়িয়ে করা হলো ২৪৬%! যার ফলে অতিরিক্ত টাকা আসতে চলেছে কর্মীদের ব্যাংক একাউন্টে।
দেওয়া হবে বকেয়া DA
সরকারের জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের ১লা জুলাই থেকে নতুন DA কার্যকরী হবে। অর্থাৎ পাঁচ মাসের বকেয়া থাকা মহার্ঘ্য ভাতা পাবে কর্মীরা। জানা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসে কর্মীদের এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Read More: টানা ৫ দিন শেয়ার দৌড়! মুকেশ অম্বানির Jio Financial কি এবার রকেট হবে বাজারে?
তবে দুঃখের বিষয় হলো এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ নয় বরং হরিয়ানা সরকারের পক্ষে করা হয়েছে। ফলে শুধু মাত্র হরিয়ানার কর্মীরাই এই সুবিধা পাবেন। ইতিমধ্যেই ওই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকরী হয়েছে। তাই ওই রাজ্যের কর্মচারীরা বর্তমানে কেন্দ্রের হিসেবে ৫৩% DA পাচ্ছেন। তবে যেসব কর্মী এতদিন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছিলেন এবার তাদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথাই ঘোষণা করলো রাজ্য।
আরও পড়ুন: LPG Price Hike: ডিসেম্বর মাসে বড় ঝটকা মধ্যবিত্তের উপর! মাসের শুরুতে ঊর্ধ্বমুখী LPG সিলিন্ডারের দাম
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |